scorecardresearch
 
Advertisement

West Bengal Municipal Election 2022: পুরভোটে জেলায় জেলায় অশান্তি, আক্রান্ত পুলিশও; একনজরে রাজ্যের পুরভোট

Aajtak Bangla | কলকাতা | 27 Feb 2022, 3:56 PM IST

আজ বাংলার ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ। এই নির্বাচনে নিরাপত্তায় একটুও ফাঁক রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। এদিন রাজ্যের ১০৮টি পুরসভার ২ হাজার ২৭৬টি বুথে ভোটগ্রহণ। কোভিড বিধি মাথায় রেখেই ভোটকেন্দ্রগুলোতে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিস দিয়েই পুরভোট করাচ্ছে নির্বাচন কমিশন। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

আজ বাংলার ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ। এই নির্বাচনে নিরাপত্তায় একটুও ফাঁক রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। এদিন রাজ্যের ১০৮টি পুরসভার ২ হাজার ২৭৬টি বুথে  ভোটগ্রহণ। কোভিড বিধি মাথায় রেখেই ভোটকেন্দ্রগুলোতে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রীয় বাহিনী নয়,  রাজ্য পুলিস দিয়েই পুরভোট করাচ্ছে নির্বাচন কমিশন। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। 
 

3:56 PM (2 বছর আগে)

ছাপ্পা ভোট দিতে গিয়ে ধরা পড়ল বহিরাগত

Posted by :- sumana

এবার ছাপ্পা ভোট দিতে গিয়ে ধরা পড়ল বহিরাগত ভুয়ো ভোটার। শান্তিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঘটনা।

2:59 PM (2 বছর আগে)

ফের উত্তরপ্ত খড়গপুর

Posted by :- sumana

কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর তথা প্রার্থীকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো খড়গপুরে, লাঠিচার্জ করল পুলিশ। রবিবার খড়্গপুরের ২২নম্বর ওয়ার্ডের ট্রাফিক হাইস্কুলের বুথে ঘটনাটি ঘটেছে। এ দিন সকাল থেকেই ওই ওয়ার্ডের এই বুথে দু'পক্ষের জমায়েত ঘিরে উত্তেজনা ছিল। বেলা বাড়তেই দু'পক্ষের ভিড় বাড়তে থাকে। এর পরে বচসা থেকে দু'পক্ষের হাতাহাতি হয়। কংগ্রেসের দাবি, তৃণমূল এসে তাঁদের উপর হামলা করে। এমনকি কংগ্রেস প্রার্থী বিষ্ণু বাহাদুর কামিকেও মারধর করে বলে অভিযোগ তৃণমূল প্রার্থী হায়দার আলির বিরুদ্ধে। যদিও পাল্টা একই অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী। এর পরে র‍্যাফ, ইএফআর-সহ বিশাল পুলিশ বাহিনী এসে লাঠিচার্জ করে। ছত্রভঙ্গ করে দেয় দু'পক্ষের জমায়েতকে।

2:51 PM (2 বছর আগে)

বোমার আঘাতে গুরুতর জখম কনস্টেবল

Posted by :- sumana

এবার বোমার আঘাতে  চোখ জখন হল এক কনস্টেবলের । ঘটনাটি ঘটেছে ধুলিয়ান পৌরসভার ১৩ নং ওয়ার্ডে।

 

সাংবাদিক-  গোপাল ঠাকুর

2:29 PM (2 বছর আগে)

ইংরেজবাজারে তৃণমূল-বিজেপি হাতাহাতি

Posted by :- sumana

মালদার ইংরেজবাজারে তৃণমূল-বিজেপি হাতাহাতি, ৪ নম্বর ওয়ার্ডের টাউন হাই স্কুলের ঘটনা।

সাংবাদিক- মিল্টন পাল

Advertisement
2:08 PM (2 বছর আগে)

ভোট দিলেন সুজিত বসু

Posted by :- sumana

দক্ষিণ দমদ পুরসভার ভোটার হিসাবে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু।

 

12:59 PM (2 বছর আগে)

ভোট গ্রহণ প্রক্রিয়া ঘিরে উত্তপ্ত নদিয়া

Posted by :- sumana

ভোট গ্রহণ প্রক্রিয়া ঘিরে ব্যাপক উত্তপ্ত নদিয়ার শান্তিপুর, সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে ইট বৃষ্টি। বন্ধ করে রাখা হয়েছে বুথের প্রবেশপথ। ১৪নম্বর ওয়ার্ডের ৭২  থেকে ৭৭  নম্বর বুথে এই মুহূর্তে রনক্ষত্রের চেহারা।

12:52 PM (2 বছর আগে)

প্রার্থঈকে মারধরের ঘটনায় গ্রেফতার

Posted by :- sumana

উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী দেবাশিষ দে-কে মারধরের ঘটনায় ৫ জন গ্ৰেফতার।

12:07 PM (2 বছর আগে)

অর্জুন সিং-এর ওপর হামলার অভিযোগ

Posted by :- sumana

ভাটপাড়াতে বিজেপি সাংসদ অর্জুন সিং এর উপরে ইট বৃষ্টির অভিযোগ।

 

11:42 AM (2 বছর আগে)

নদিয়ার কৃষ্ণনগরে ভোট দিতে এসে মৃত্যু বৃদ্ধের

Posted by :- sumana


ভোট দিতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার ১৬  নম্বর ওয়ার্ডের ৯৬ নম্বর বুথে সকালে তিনি ভোট দিতে যান। এর পরে লাইনে দাঁড়িয়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। ভোট কর্মীরা তাকে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ওই ব্যক্তির মৃত্যু হয়। জানা যায় ওই ব্যক্তির নাম লক্ষীকান্ত সাহা। কদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

Advertisement
11:35 AM (2 বছর আগে)

সকাল ১১ টা অবধি ৩৪ % ভোট নদিয়াতে

Posted by :- sumana

পুরভোটে নদিয়াতে সকাল ১১  টা অবধি ৩৪ % ভোট পড়েছে।

11:12 AM (2 বছর আগে)

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ

Posted by :- sumana

দক্ষিণ দমদম পৌরসভার ২৬  নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাখি ভট্টাচার্যকে মারধরের অভিযোগ, তিনি যখন সাতগাছি ইউপি স্কুলে যান সেই সময় তাকে মারধর করে বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী কস্তুরী চৌধুরীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ।

 

সাংবাদিক- অরিন্দম ভট্টাচার্য

10:38 AM (2 বছর আগে)

জয়নগরে অশান্তি

Posted by :- sumana

জয়নগরে ১১ নম্বর ওয়ার্ডের ১১-২২  নম্বর বুথে গন্ডগোল ,পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কংগ্রেস প্রার্থী সুজিত সরখেল ও তৃণমূলের নবকুমার গঙ্গোপাধ্যায়ের  মধ্যে বচসা। বেশ কিছুক্ষণ বন্ধ ভোটগ্রহণ।

 

সাংবাদিক- প্রসেনজিৎসাহা

10:29 AM (2 বছর আগে)

কান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বহিরাগত কে কেন্দ্র করে উত্তেজনা

Posted by :- sumana

 

মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছাতিনাকান্দি মঠতলা এলাকায় বহিরাগত সন্দেহে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন ঘোষের বিরুদ্ধে। 

 

সাংবাদিক- গোপাল ঠাকুর

10:12 AM (2 বছর আগে)

সৌমেন্দু অধিকারীর নিরাপত্তরক্ষীদের সঙ্গে ঝামেলা

Posted by :- sumana

কাঁথিতে সৌমেন্দু অধিকারী বুথ কেন্দ্রের সামনে আসতেই তৃনমূল কর্মীদের সাথে সৌমেন্দুর দেহরক্ষীদের ধাক্কাধাক্কি, মন্ত্রী অখিল গিরির সাথেও ধাক্কাধাক্কি হয় সৌমেন্দুর দেহরক্ষীদের।

 

সাংবাদিক-  তাপস ঘোষ

Advertisement
9:44 AM (2 বছর আগে)

নির্দল অনুগামীদের বিক্ষোভ

Posted by :- sumana

উত্তর দমদমের ১৬ নম্বর ওয়ার্ডের নেতাজি বিদ্যাপীঠের বুথে পুনর্নিবাচনের দাবিতে নারায়নপুর থানার সামনে বিক্ষোভ নির্দল প্রার্থী প্রণব কুমার রায়ের অনুগামীদের। উত্তর দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী প্রণব কুমার রায়কে নারায়নপুর থানার পুলিশ আটক করেছে। সেই কারণে জোর করে থানায় ঢোকার চেষ্টা নির্দল প্রার্থীর অনুগামীদের।

 

সাংবাদিক- অরিন্দম ভট্টাচার্য

9:01 AM (2 বছর আগে)

গ্রেফতার বিজেপি প্রার্থী

Posted by :- sumana

ইভিএম ভাঙার অভিযোগে বসিরহাটের মন্দির হাটখোলায় বিজেপি প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ পেয়ে এলাকায় এসে তদন্ত করে দেখেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

 

সাংবাদিক-  তপন মণ্ডল

8:49 AM (2 বছর আগে)

উত্তর দমদমে ঝামেলা

Posted by :- sumana

উত্তর দমদম পৌরসভার ১৬  নম্বর ওয়ার্ডের কাঁদিহাটি এলাকায় ব্যাপক ঝামেলার খবর আসছে।

 

সাংবাদিক- অরিন্দম ভট্টাচার্য

8:27 AM (2 বছর আগে)

সস্ত্রীক ভোট দিলেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী

Posted by :- sumana

সস্ত্রীক ভোট দিলেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। মালদার ইংরেজবাজার পুরসভার ১০নম্বর ওয়ার্ডের হেভিওয়েট প্রার্থী কৃষেন্দু নারায়ন চৌধুীর ও আট নম্বর ওয়ার্ডের প্রার্থী কাকুলী চৌধুরী। সাউথ বালুরচর প্রাথমিক বিদ্যালয়ে ভোটদেন তারা। 
 

সাংবাদিক- মিল্টন পাল

8:08 AM (2 বছর আগে)

দক্ষিণ দমদমে অশান্তি

Posted by :- sumana

দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের  মতিঝিল স্কুলে সিপিআইএম প্রার্থী অস্মিতা করের এজেন্টকে ঢুকতে বাধা, বুথের মধ্যে ব্যাপক উত্তেজনা তৃণমূল এবং সিপিএম-এর এর মধ্যে।

 

সাংবাদিক-  অরিন্দম ভট্টাচার্য

Advertisement
8:07 AM (2 বছর আগে)

ভাটপাড়ায় বিকল ইভিএম

Posted by :- sumana

ভাটপাড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া মিউনিসিপাল বয়েজ হাই স্কুলের ৪৪ নম্বর বুথে ভোট গ্রহণ বন্ধ। বিকল ইভিএম-। এ ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবে শুরু  পুরভোট।

 

সাংবাদিক-  দীপক দেবনাথ