আজ বাংলার ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ। এই নির্বাচনে নিরাপত্তায় একটুও ফাঁক রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। এদিন রাজ্যের ১০৮টি পুরসভার ২ হাজার ২৭৬টি বুথে ভোটগ্রহণ। কোভিড বিধি মাথায় রেখেই ভোটকেন্দ্রগুলোতে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিস দিয়েই পুরভোট করাচ্ছে নির্বাচন কমিশন। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এবার ছাপ্পা ভোট দিতে গিয়ে ধরা পড়ল বহিরাগত ভুয়ো ভোটার। শান্তিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঘটনা।
কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর তথা প্রার্থীকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো খড়গপুরে, লাঠিচার্জ করল পুলিশ। রবিবার খড়্গপুরের ২২নম্বর ওয়ার্ডের ট্রাফিক হাইস্কুলের বুথে ঘটনাটি ঘটেছে। এ দিন সকাল থেকেই ওই ওয়ার্ডের এই বুথে দু'পক্ষের জমায়েত ঘিরে উত্তেজনা ছিল। বেলা বাড়তেই দু'পক্ষের ভিড় বাড়তে থাকে। এর পরে বচসা থেকে দু'পক্ষের হাতাহাতি হয়। কংগ্রেসের দাবি, তৃণমূল এসে তাঁদের উপর হামলা করে। এমনকি কংগ্রেস প্রার্থী বিষ্ণু বাহাদুর কামিকেও মারধর করে বলে অভিযোগ তৃণমূল প্রার্থী হায়দার আলির বিরুদ্ধে। যদিও পাল্টা একই অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী। এর পরে র্যাফ, ইএফআর-সহ বিশাল পুলিশ বাহিনী এসে লাঠিচার্জ করে। ছত্রভঙ্গ করে দেয় দু'পক্ষের জমায়েতকে।
এবার বোমার আঘাতে চোখ জখন হল এক কনস্টেবলের । ঘটনাটি ঘটেছে ধুলিয়ান পৌরসভার ১৩ নং ওয়ার্ডে।
সাংবাদিক- গোপাল ঠাকুর
মালদার ইংরেজবাজারে তৃণমূল-বিজেপি হাতাহাতি, ৪ নম্বর ওয়ার্ডের টাউন হাই স্কুলের ঘটনা।
সাংবাদিক- মিল্টন পাল
দক্ষিণ দমদ পুরসভার ভোটার হিসাবে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু।
ভোট গ্রহণ প্রক্রিয়া ঘিরে ব্যাপক উত্তপ্ত নদিয়ার শান্তিপুর, সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে ইট বৃষ্টি। বন্ধ করে রাখা হয়েছে বুথের প্রবেশপথ। ১৪নম্বর ওয়ার্ডের ৭২ থেকে ৭৭ নম্বর বুথে এই মুহূর্তে রনক্ষত্রের চেহারা।
উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী দেবাশিষ দে-কে মারধরের ঘটনায় ৫ জন গ্ৰেফতার।
ভাটপাড়াতে বিজেপি সাংসদ অর্জুন সিং এর উপরে ইট বৃষ্টির অভিযোগ।
ভোট দিতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৯৬ নম্বর বুথে সকালে তিনি ভোট দিতে যান। এর পরে লাইনে দাঁড়িয়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। ভোট কর্মীরা তাকে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ওই ব্যক্তির মৃত্যু হয়। জানা যায় ওই ব্যক্তির নাম লক্ষীকান্ত সাহা। কদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
পুরভোটে নদিয়াতে সকাল ১১ টা অবধি ৩৪ % ভোট পড়েছে।
দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাখি ভট্টাচার্যকে মারধরের অভিযোগ, তিনি যখন সাতগাছি ইউপি স্কুলে যান সেই সময় তাকে মারধর করে বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী কস্তুরী চৌধুরীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ।
সাংবাদিক- অরিন্দম ভট্টাচার্য
জয়নগরে ১১ নম্বর ওয়ার্ডের ১১-২২ নম্বর বুথে গন্ডগোল ,পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কংগ্রেস প্রার্থী সুজিত সরখেল ও তৃণমূলের নবকুমার গঙ্গোপাধ্যায়ের মধ্যে বচসা। বেশ কিছুক্ষণ বন্ধ ভোটগ্রহণ।
সাংবাদিক- প্রসেনজিৎসাহা
মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছাতিনাকান্দি মঠতলা এলাকায় বহিরাগত সন্দেহে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন ঘোষের বিরুদ্ধে।
সাংবাদিক- গোপাল ঠাকুর
কাঁথিতে সৌমেন্দু অধিকারী বুথ কেন্দ্রের সামনে আসতেই তৃনমূল কর্মীদের সাথে সৌমেন্দুর দেহরক্ষীদের ধাক্কাধাক্কি, মন্ত্রী অখিল গিরির সাথেও ধাক্কাধাক্কি হয় সৌমেন্দুর দেহরক্ষীদের।
সাংবাদিক- তাপস ঘোষ
উত্তর দমদমের ১৬ নম্বর ওয়ার্ডের নেতাজি বিদ্যাপীঠের বুথে পুনর্নিবাচনের দাবিতে নারায়নপুর থানার সামনে বিক্ষোভ নির্দল প্রার্থী প্রণব কুমার রায়ের অনুগামীদের। উত্তর দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী প্রণব কুমার রায়কে নারায়নপুর থানার পুলিশ আটক করেছে। সেই কারণে জোর করে থানায় ঢোকার চেষ্টা নির্দল প্রার্থীর অনুগামীদের।
সাংবাদিক- অরিন্দম ভট্টাচার্য
ইভিএম ভাঙার অভিযোগে বসিরহাটের মন্দির হাটখোলায় বিজেপি প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ পেয়ে এলাকায় এসে তদন্ত করে দেখেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।
সাংবাদিক- তপন মণ্ডল
উত্তর দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাঁদিহাটি এলাকায় ব্যাপক ঝামেলার খবর আসছে।
সাংবাদিক- অরিন্দম ভট্টাচার্য
সস্ত্রীক ভোট দিলেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। মালদার ইংরেজবাজার পুরসভার ১০নম্বর ওয়ার্ডের হেভিওয়েট প্রার্থী কৃষেন্দু নারায়ন চৌধুীর ও আট নম্বর ওয়ার্ডের প্রার্থী কাকুলী চৌধুরী। সাউথ বালুরচর প্রাথমিক বিদ্যালয়ে ভোটদেন তারা।
সাংবাদিক- মিল্টন পাল
দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের মতিঝিল স্কুলে সিপিআইএম প্রার্থী অস্মিতা করের এজেন্টকে ঢুকতে বাধা, বুথের মধ্যে ব্যাপক উত্তেজনা তৃণমূল এবং সিপিএম-এর এর মধ্যে।
সাংবাদিক- অরিন্দম ভট্টাচার্য
ভাটপাড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া মিউনিসিপাল বয়েজ হাই স্কুলের ৪৪ নম্বর বুথে ভোট গ্রহণ বন্ধ। বিকল ইভিএম-। এ ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবে শুরু পুরভোট।
সাংবাদিক- দীপক দেবনাথ