কলকাতা সহ অন্যান্য জেলায় আগামী ৪ দিন চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস আরও জানাচ্ছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিহার ও পূর্ব উত্তর প্রদেশে। তাছাড়া উত্তরবঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুয়ের প্রভাবে উত্তরবঙ্গের সব জায়গায় হতে পারে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত। আজ কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা, দুই দিনাজপুর, কালিম্পং-এ ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বভাস রয়েছে। অন্যদিকে আগামিকাল ও পড়শু বীরভূম, মুর্শিদাবাদ সহ বেশকয়েকটি জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
হাজার হাজার ফেক সিমের ভিত্তিতে ই ওয়ালেট তৈরি করে দেশ জুড়ে প্রতারণা চক্রের পর্দাফাঁস বাঁকুড়ায়। গ্রেফতার গ্রেফতার ৬। উদ্ধার প্রায় ৯ হাজার সিম ও ১০ হাজার ই ওয়ালেট। এই ঘটনায় জামতাড়া গ্যাং-এর যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।
ফের কলকাতায় দুর্ঘটনা। এবার নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারের পিলারে ধাক্কা বাসের। আহত ১১ জন যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুদ কারবারিদের দাপটে এক কলেজ পড়ুয়ার মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর শিল্পাঞ্চলে। মৃতের নাম রোহান দাস। জানা গিয়েছে, ওই যুবকের দাদা রাহুল দাস ব্যবসা সূত্রে সুদ কারবারিদের কাছ থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু টাকা মেটাতে পারেননি। অভিযোগ, তার জেরে সুদ কারবারিরা দীর্ঘদিন ধরে ওই পরিবারের ওপর মানসিকভাবে অত্যাচার চালাচ্ছিল। নানাভাবে হুমকিও দিত। এরপর ঘর থেকেই রোহনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটানয় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
মালদায় গঙ্গা নদীতে জারি লাল সর্তকতা। বাড়ছে ফুলাহার ও মহানন্দার জলও। ইতিমধ্যেই গঙ্গা ও ফুলাহার নদীর জলে মালদার রতুয়ার ১ নম্বর ব্লকের বেশকিছু গ্রাম জলমগ্ন। এই পরিস্থিতিতে মহানন্দার জল যেভাবে বাড়ছে তাতে রতুয়া ২ নম্বর ব্লক, পুরাতন মালদা, ইংরেজবাজার সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে সেচ দফতর।
অন্যদিকে কালিয়াচক ৩ নম্বর ব্লক ও মানিকচক কালিয়াচক ২ নম্বর ব্লকেও বিপদসীমার উপরে বইছে গঙ্গা।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ ও একাধিক সুতুলি বোমা উদ্ধার করল পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের নবগ্রামে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
এক ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল পান্ডবেশ্বরে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ স্থানীয় পন্থনগর ফুটবল মাঠের পাশে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা সনাক্ত করে জানান মৃত ব্যক্তির নাম দিলীপ তুড়ি। বাড়ি পন্থগরের মাঝিপাড়ায়। মৃতের বোন মধু তুড়ি জানান, তাঁর দাদা এলাকায় একটি মুরগির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। প্রতিদিন রাত্রি ৯টা নাগাদ বাড়ি ফিরে যেতেন। কিন্তু এদিন বাড়ি ফিরতে দেরি হওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। এরপর ফুটবল মাঠ সংলগ্ন ঝোপের মধ্যে তার দাদাদ ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এদিকে স্থানীয়রা জানান, মৃতের শরীরের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের চিহ্ন রয়েছে। শাবল জাতীয় কোনও অস্ত্র দিয়ে খুঁচিয়ে মারা হয়েছে বলে অনুমান তাঁদের। রাতেই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছে প্রতিবেশী যুবক। এবার প্রতিবেশী ওই যুবককে পালটা কুপিয়ে খুনের চেষ্টা করল স্বামী। মালদার গাজোলের ঘটনা। আক্রান্ত যুবক হাসপাতালে ভর্তি। অভিযুক্ত পলাতক। তদন্ত শুরু পুলিশের।
প্রতারণার তদন্তে নেমে হুগলির সাহাগঞ্জে বিদ্যুৎ দফতরের এক কর্মীর বাড়িতে হানা দিল হরিয়ানা পুলিশ। হরিয়ানার গুরুগ্রামে ফোন কলের মাধ্যমে প্রতারণা হয়েছিল বলে অভিযোগ। ঘটনায় নাম জড়ায় সাবির আলি দফাদার নামে বিদ্যুৎ দফতরের ওই কর্মীর। যে নম্বরের মাধ্যমে প্রতারণা করা হয়েছে সেটি তার নামে রেজিস্ট্রেশন করা আছে বলে অভিযোগ। এরপরেই সাবিরের বাড়িতে হাজির হয় হরিয়ানা পুলিশ। যদিও অভিযুক্তের স্ত্রীয়ের দাবি তাঁর স্বামী নির্দোষ।
ফের বোমাবাজি ভাটপাড়ায়। মঙ্গলবার রাতে ভাটপাড়ার ১১ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর গলির দুর্গামাঠ এলাকায় বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিযোগ, এদিন রাতে সুশীল সিংয়ের বাড়ির দোতলার জানলায় বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেইসময় সুশীলবাবুর স্ত্রী দুই পুত্র সন্তান নিয়ে ঘরে শুয়ে ছিলেন। বোমা ফাটতেই ভয়ে চিৎকার করে ওঠে বাচ্চারা। ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, সুশীল সিং কাঁকিনারা জুটমিলের ঠিকা দারোয়ান। তৃণমূল নেতা গোপাল রাউতের দাবি, সমাজবিরোধী দুই গোষ্ঠীর বিবাদের জেরে এই ঘটনা। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।