Winter in Bengal: নতুন সপ্তাহের শুরুতেই ঠান্ডার অনুভূতি, কালীপুজোর আগেই ৪ ডিগ্রি নামবে তাপমাত্রা

শুরু হল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ। আর হাওয়া অফিসের পূর্বাভাস, এবার তাপমাত্রা নিম্নগামী হবে। রাজ্যে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা বেশ কিছুটা কমতে চলেছে। অর্থাৎ, নতুন সপ্তাহেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হবে।

Advertisement
 নতুন সপ্তাহের শুরুতেই ঠান্ডার অনুভূতি, কালীপুজোর আগেই ৪ ডিগ্রি  নামবে তাপমাত্রাWinter in Bengal

শুরু হল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ। আর হাওয়া অফিসের পূর্বাভাস, এবার তাপমাত্রা নিম্নগামী হবে। রাজ্যে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা বেশ কিছুটা কমতে চলেছে। অর্থাৎ, নতুন সপ্তাহেই  দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হবে।

 আবহাওয়া শুষ্ক থাকবে
নভেম্বরের শুরুটা রাজ্যে মেঘলা আবহাওয়া দিয়ে হয়েছে। কোনও কোনও জায়গায় বৃষ্টিও হয়েছে। শনিবার এবং রবিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। তবে এবার হাওয়া অফিস পরিষ্কার আকাশের পূর্বাভাস দিল। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কোথাও কোথাও  মেঘলা থাকলেও আপাতত শুকনো আবহাওয়াই থাকতে চলেছে।

নতুন সপ্তাহে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
সোমবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথায়ও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।  রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।  সপ্তাহের প্রথম কর্মদিবসে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত রবিবার অর্থাৎ কালীপুজো পর্যন্ত বৃষ্টি হবে না।

কলকাতার আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। অর্থাৎ সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির আশপাশে থাকবে। 

এবার নামবে তাপমাত্রা
হাওয়া অফিস বলছে, রাজ্যে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা বেশ কিছুটা কমতে চলেছে। ভাইফোঁটার সময় ঠান্ডার আমেজ থাকবে এবং পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী চারদিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়ায় হ্রাস পেতে পারে। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চতি সপ্তাহে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে
 

Advertisement

POST A COMMENT
Advertisement