Bangladeshi Arrest: ভারত-পাক উত্তেজনার মধ্যেই বাংলায় গ্রেফতার ১২ বাংলাদেশি অনুপ্রবেশকারী

ভারত-পাক উত্তেজনার আবহে এবার বাংলাদেশি অনুপ্রবেশ রোখা হল। ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ। দুই শিশু-সহ ১২ জন বাংলাদেশিকে পাকড়াও করা হয়েছে। বেআইনি ভাবে তাঁরা ভারতে বসবাস করছিলেন বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতদের রানাঘাট আদালতে হাজির করানো হয়। 

Advertisement
ভারত-পাক উত্তেজনার মধ্যেই বাংলায় গ্রেফতার ১২ বাংলাদেশি অনুপ্রবেশকারীপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • ভারত-পাক উত্তেজনার আবহে এবার বাংলাদেশি অনুপ্রবেশ রোখা হল।
  • ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার।
  • বুধবার ধৃতদের রানাঘাট আদালতে হাজির করানো হয়। 

ভারত-পাক উত্তেজনার আবহে এবার বাংলাদেশি অনুপ্রবেশ রোখা হল। ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ। দুই শিশু-সহ ১২ জন বাংলাদেশিকে পাকড়াও করা হয়েছে। বেআইনি ভাবে তাঁরা ভারতে বসবাস করছিলেন বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতদের রানাঘাট আদালতে হাজির করানো হয়। 

পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশিরা ৩-৪ বছর আগে ভারতে ঢুকেছিলেন। তার পরে তাঁরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন। সূত্রের দাবি, ভারতীয় কয়েক জনের সাহায্যে ধৃতরা বেআইনি ভাবে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে 
অভিযান চালায় হাঁসখালি থানার পুলিশর একটি গল। তারপরেই ১২ জনকে পাকড়াও করা হয়। অন্য দিকে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে সব ভারতীয় সাহায্য করছেন, তাঁদেরও ধরতে তল্লাশি চালানো হচ্ছে। 

সূত্রের খবর, গত ৩ মাসে রানাঘাট পুলিশ জেলায় প্রায় ৪০০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। সীমান্তে বিএসএফের নজরদারি সত্ত্বেও কীভাবে অনুপ্রবেশ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে পুলিশের বক্তব্য, অনুপ্রবেশ রোখা হবে। কাউকে রেয়াত করা হবে না। 

অন্য দিকে, বুধবার ভোররাতে পহেলগাঁও হামলার বদলা নিল ভারত। বুধবার মধ্যরাতে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। ভারতীয় সেনা বাহিনীর প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ৮০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে দাবি।
 

POST A COMMENT
Advertisement