scorecardresearch
 

Chief Ministers Medal: কোন ১০ পুলিশ আধিকারিক পাচ্ছেন মুখ্যমন্ত্রী মেডেল?

কাজের স্বীকৃতি স্বরূপ ১০ পুলিশ আধিকারিককে মেডেল দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসাধারণ পরিষেবা ও কর্মদক্ষতার জন্য জন্য মেডেল দেওয়া হবে পুলিশ আধিরাকিকদের। তালিকায় রয়েছেন ১০ জন।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • কাজের স্বীকৃতি স্বরূপ  ১০ পুলিশ আধিকারিককে মেডেল দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • অসাধারণ পরিষেবা ও কর্মদক্ষতার জন্য জন্য মেডেল দেওয়া হবে
  • মেডেল পাবেন কলকাতার পুলিশ কমিশনার সোমেন মিত্রও

কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ আধিকারিকদের মেডেল দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসাধারণ পরিষেবা ও কর্মদক্ষতার জন্য জন্য মেডেল দেওয়া হবে  পুলিশ আধিরাকিকদের। তালিকায় রয়েছেন ১০ জন। 

১৫ অগাস্ট এই মেডেল পুলিশ অধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। এদের মধ্যে ৩ জন পাবেন কর্মক্ষেত্রে অসামান্য দক্ষতার জন্য ও ৭ জন পাবেন মুখ্যমন্ত্রী মেডেল। যার নাম কমান্ডেবল মেডেল। 

আরও পড়ুন : রাজ্যে এল ৩ লাখেরও বেশি Covishield, সংকট মিটবে ?

মেডেল পাবেন কলকাতার পুলিশ কমিশনার সোমেন মিত্র
মেডেল পাবেন কলকাতার পুলিশ কমিশনার

কর্মক্ষেত্রে অসামান্য দক্ষতার জন্য কারা পাবেন মেডেল ? 

সোমেন মিত্র - বর্তমানে কলকাতার পুলিশ কমিশনার। ২০১৬ সালে ১৩ এপ্রিল তিনি প্রথমবার কলকাতার পুলিশ কমিশনার পদে বসেন। ১৯৮৯ল সালে দার্জিলিং থেকে কেরিয়ার শুরু করেন এই আধিকারিক। 

এছাড়াও এই তালিকায় রয়েছেন পীযূষ পাণ্ডে (Adg correctional service) ও উত্তরবঙ্গের আইজি ডিপি সিং। 

উত্তরবঙ্গের আইজি ডিপি সিং
উত্তরবঙ্গের আইজি ডিপি সিং

বাকি ৭ জনের মধ্যে রয়েছেন, 

আনন্দ কুমার (IG CID), ওয়াকার রাজা (jt cp(o), সুমিত কুমার ( কোচবিহারের এসপি), ভাস্কর মুখোপাধ্যায় (সুন্দরবনের এসপি), অমরনাথ কে (পূর্ব মেদিনীপুরের এসপি), পশ্চিম মেদিনীপুরের দীনেশ কুমার ও STF-এর ডিসি অপরাজিতা রায়। 


প্রসঙ্গত, গতবার স্বাধীনতা দিবসের আগে পশ্চিমবঙ্গের সাত পুলিশ অফিসারকে পুরস্কৃত কর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তদন্তে তাঁদের অসামান্য দক্ষতার জন্যেই তাঁদের এই মেডেল দেওয়া হয়েছিল। এর মধ্যে রাজ্যের ছিলেন ৫ জন ও কলকাতার ২ জন।   
 

Advertisement
Advertisement