scorecardresearch
 

West Bengal Police On Nabanna Abhijan: নবান্ন অভিযানের দিন ইউজিসি নেট, পরীক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস পুলিশের

আরজি কর কান্ডের (RG Kar Incident) প্রতিবাদে ২৭ আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্রসমাজ নামের একটি সংগঠন। সেদিন আবার রয়েছে ইউজিসি নেট (UGC NEET) পরীক্ষা। ফলে এই নবান্ন অভিযানে সমস্যায় পড়তে পারেন নেট পরীক্ষার্থীরা।  পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছতে তাদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে তৎপর হল রাজ্য পুলিশ (West Bengal Police)। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে রাস্তায় মোতায়েন থাকবে পর্যাপ্ত বাহিনী। রবিবার সোশ্যাল মিডিয়ায় রাজ্য পুলিশের তরফে এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

Advertisement
UP পুলিশ Bharti Exam UP পুলিশ Bharti Exam

আরজি কর কান্ডের (RG Kar Incident) প্রতিবাদে ২৭ আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্রসমাজ নামের একটি সংগঠন। সেদিন আবার রয়েছে ইউজিসি নেট (UGC NEET) পরীক্ষা। ফলে এই নবান্ন অভিযানে সমস্যায় পড়তে পারেন নেট পরীক্ষার্থীরা।  পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছতে তাদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে তৎপর হল রাজ্য পুলিশ (West Bengal Police)। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে রাস্তায় মোতায়েন থাকবে পর্যাপ্ত বাহিনী। রবিবার সোশ্যাল মিডিয়ায় রাজ্য পুলিশের তরফে এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, 'আমাদের আশঙ্কা, এই কর্মসূচির কারণে অসংখ্য নেট পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়বেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন রাস্তায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে। কোনও রকম অসুবিধায় পড়লে পুলিশের সাহায্য নিন। আমরা নিশ্চিত করব যাতে পরীক্ষার্থীরা নিরাপদে এবং নির্বিঘ্নে নিজেদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন।' 

১৮ জুন ইউজিসি নেট পরীক্ষা হলেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় পরের দিনই সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। জানানো হয়, পরিত্যাক্ত পরীক্ষা নেওয়া হবে ২১ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে। ২৬ অগস্ট জন্মাষ্টমীর ছুটি থাকার কারণে ওই দিনের পরীক্ষা নেওয়া যায়নি। ২৭ অগস্ট (মঙ্গলবার) পরীক্ষার দিন ঠিক করা হয়। কিন্তু আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ওই একই দিনে আবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-নামে এক সংগঠনের ডাকে ‘নবান্ন অভিযান’-রয়েছে। রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় নেট পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।

এই নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টে মামলা করা হলেও, আদালত এ ব্যাপারে কোনও স্থগিতাদেশ দেয়নি। রাজ্যের বক্তব্য ছিল, ওই কর্মসূচিতে পুলিশি অনুমতি নেওয়া হয়নি। মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষার বিষয়টিও আদালতের নজরে এনেছিলেন রাজ্যের আইনজীবী। রাজ্যের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ওই কর্মসূচিতে বিরোধী রাজনৈতিক শিবিরগুলি অংশগ্রহণ করতে পারে। তার থেকে অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করেছিল রাজ্য। কিন্তু, কর্মসূচির বিষয়ে কোনও হস্তক্ষেপ করতে রাজি হয়নি উচ্চ আদালত।

Advertisement

Advertisement