বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও জলীয় বাষ্পের সঞ্চালনের কারণে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে। পুজোর মুখে আবহাওয়া কেমন থাকবে, তাই নিয়ে এখন উৎসুক বাংলাবাসী।
উত্তরবঙ্গের পূর্বাভাস
আবহাওয়া দফতরের মতে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে।
রবিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবারও একই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা বলবৎ থাকবে।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং-সহ পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এই সময় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস
দক্ষিণবঙ্গে বৃষ্টি তুলনামূলক কম হলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি থেকে রেহাই নেই।
রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে।
কলকাতার আবহাওয়া
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বইবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৭৪ থেকে ৯১ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির পরিমাণ ছিল মাত্র ০.৫ মিলিমিটার।