ফের বৃষ্টি! চলতি বছরের লাগাতার বর্ষায় অতিষ্ট রাজ্যবাসী। বৃষ্টির পরিস্থিতি যাচ্ছেই না। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ফের দুর্যোগের পূর্বাভাস। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। মাঝেমধ্যে সূর্যের দেখা মিললেও ঝিরঝির বৃষ্টির সঙ্গে গুমোট পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনভর এভাবেই কাটতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি সঞ্চয় করে ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে। এই দুই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা-সংলগ্ন এলাকায় দুর্যোগের সম্ভাবনা প্রবল।
ঝোড়ো হাওয়া ও মৎস্যজীবীদের সতর্কতা
উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই ওই অঞ্চলের মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কোন জেলায় দুর্যোগ
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। এ সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
শুক্রবার থেকে দুর্যোগের সম্ভাবনা আরও বাড়বে এবং রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। সোমবার ঝড়বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে।
উত্তরবঙ্গেও প্রভাব
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। ঝড়বৃষ্টি হতে পারে কোচবিহার ও উত্তর দিনাজপুরেও। শুক্রবার ফের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাপমাত্রা
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি)। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম)। আবহাওয়া দফতর জানিয়েছে, এই দুর্যোগ অন্তত রবিবার পর্যন্ত চলতে পারে। ফলে পুজোর আগে টানা বৃষ্টিতে ভোগান্তির আশঙ্কা আরও বাড়ল।