MGNREGA প্রকল্পে দেশে প্রথম পশ্চিমবঙ্গ, ট্যুইটারে দাবি TMC-র

MGNREGA-প্রকল্পের অধীনে নিয়োগ করা কর্মীদের রাজ্যভিত্তিক তালিকা ট্যুইট করে তৃণমূল কংগ্রেস। সেই তালিকা অনুযায়ী, মোট কর্মী সংখ্যায় প্রথম স্থান অর্জন করে নিয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে ২০২১-২২ অর্থবর্ষে মোট ১.১ কোটি কর্মী নিযুক্ত হয়েছে MGNREGA-র অধীনে।

Advertisement
MGNREGA প্রকল্পে দেশে প্রথম পশ্চিমবঙ্গ, ট্যুইটারে দাবি TMC-রপ্রতীকী ছবি
হাইলাইটস
  • MGNREGA-প্রকল্পের অধীনে নিয়োগ করা কর্মীদের রাজ্যভিত্তিক তালিকা প্রকাশিত হয়েছে
  • রাজ্যে ২০২১-২২ অর্থবর্ষে মোট ১.১ কোটি কর্মী নিযুক্ত হয়েছে MGNREGA-র অধীনে
  • সেই তালিকা অনুযায়ী, মোট কর্মী সংখ্যায় প্রথম স্থান অর্জন করে নিয়েছে পশ্চিমবঙ্গ

MGNREGA-প্রকল্পের অধীনে নিয়োগ করা কর্মীদের রাজ্যভিত্তিক তালিকা ট্যুইট করে তৃণমূল কংগ্রেস। সেই তালিকা অনুযায়ী, মোট কর্মী সংখ্যায় প্রথম স্থান অর্জন করে নিয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে ২০২১-২২ অর্থবর্ষে মোট ১.১ কোটি কর্মী নিযুক্ত হয়েছে MGNREGA-র অধীনে। পাশাপাশি আরও এক সাফল্য এসেছে বাংলার ঝুলিতে। শ্রমিক উৎপন্ন নিযুক্তিতে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা।

রবিবার, বাংলার সাফল্য তুলে ধরে ট্যুইট করে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজ নিয়ে ফের সাফল্য তুলে ধরে এবারও মোদী সরকারকে বিঁধল তৃণমূল। এদিন, MGNREGA-র রাজ্যভিত্তিক তালিকা তুলে ধরে তৃণমূল জানায়,"মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 'টোটাল পার্সন ওয়ার্কড'-এ সমস্ত রাজ্যের মধ্যে প্রথম স্থান পেয়েছে বাংলা। বাংলার সরকার MGNREGA-এর মাধ্যমে প্রায় ১.১ কোটি মানুষকে কাজ দিয়েছে। পাশাপাশি, 'পার্সন ডে'স জেনারেটেড'-এ সমস্ত রাজ্যের মধ্যে বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে।" 

মোদী সরকারকে বিঁধে তৃণমূলের ট্যুইট, এখনও ২,৮৭৬ কোটি টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে পায় রাজ্য সরকার। অর্থপ্রদানের অপেক্ষাযরত সরকার। তাদের আরও বক্তব্য," এটাই হল বেঙ্গল মডেল যা মোদীজি শুধু স্বপ্নই দেখতে পারেন"।

বাংলায় একশো দিনের কাজে নিযুক্তি বেড়েছে করোনা মহামারীর আগে থেকেই। করোনা মহামারীতে বেশ খানিকটা ধাক্কা খায় গ্রামীণ এই প্রকল্পের কাজ। করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকের সমস্যা ব্যাপক হারে বৃদ্ধি পায়। সেই ধাক্কা খানিকটা সামাল দিয়ে সেরার আসন অর্জন করেছে বাংলা। তবে, কেন্দ্রের থেকে টাকা বরাদ্দ হচ্ছে না বলে দাবি করছে তৃণমূল। 

POST A COMMENT
Advertisement