Voter List West Bengal: বাংলায় ২৬ লক্ষ নাম বাদ পড়তে পারে, কেন? SIR নিয়ে কমিশন যা জানাল

২০০২ ভোটার লিস্টের সঙ্গে মিলছে না বাংলার ২৬ লক্ষ ভোটারের নাম। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কি এই বিপুল সংখ্যক নাম বাদ পড়বে? রইল বিস্তারিত...

Advertisement
বাংলায় ২৬ লক্ষ নাম বাদ পড়তে পারে, কেন? SIR নিয়ে কমিশন যা জানালপ্রতীকী ছবি
হাইলাইটস
  • ২০০২ ভোটার লিস্টের সঙ্গে মিলছে না
  • SIR থেকে বাদ যাবে ২৬ লক্ষ নাম?
  • কী জানাচ্ছে নির্বাচন কমিশন?

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিলছে না পশ্চিমবঙ্গের বর্তমান ভোটার লিস্টের ২৬ লক্ষের নাম। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনের এক আধিকারিক বলেন, '২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে তৈরি ভোটার তালিকার সঙ্গে রাজ্যের বর্তমান ভোটার লিস্ট মিলিয়ে দেখার সময়েই এই অমিল ধরা পড়েছে।' নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার দুপুরের মধ্য ৬ কোটিরও বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। এই মর্মে কমিশনের ওই আধিকারিক বলেন, 'ডিজিটাইজ করার পরই এনুমারেশন ফর্মগুলিকে ম্যাপিং করার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হচ্ছে। পুরনো SIR লিস্টের সঙ্গে এবারের এই তালিকায় মিলিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে, প্রায় ২৬ লক্ষ ভোটারের নাম পুরনো SIR তালিকা অর্থাৎ ২০০২ সালের ভোটার লিস্টে পাওয়া যাচ্ছে না।' সেক্ষেত্রে এই ২৬ লক্ষের বেশি ভোটারের নাম নতুন SIR তালিকা থেকে বাদ পড়বে বলেই অনুমান করা হচ্ছে।

এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে ১৪ লক্ষ ফর্ম এখনও সংগ্রহ করা সম্ভব হয়নি এবং তার ফলে জমাও পড়েনি। এর মধ্যে রয়েছে ডুপ্লিকেট, মৃত ভোটার এবং স্থায়ী ভাবে ঠিকানা বদল করে ফেলা ভোটাররা। গত সোমবার পর্যন্ত এই সংখ্যাটা ছিল ১০ লক্ষ ৩৩ হাজার। এক নির্বাচনী আধিকারিক বলেন, 'মঙ্গলবার বেলা পর্যন্ত না জমা পড়া ফর্মের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৯২ হাজার। আরও আপডেট হতে থাকলে এই পরিসংখ্যান আরও বাড়বে।'

বুথ লেভেল অফিসাররা (BLO) প্রতিনিয়ত এনুমারেশন ফর্ম বিলি এবং সংগ্রহের কাজ চালাচ্ছেন জোরকদমে। ৮০ হাজার ৬০০ BLO, ৮ হাজার সুপারভাইসার, ৩ হাজার সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং ২৯৪ ERO এই এনুমারেশন পর্বের সঙ্গে যুক্ত রয়েছেন। SIR প্রক্রিয়া চলাকালীন এখনও পর্যন্ত ৩ জন BLO-র মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা প্রকাশের পরে অবস্থা ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পর্বে রাজ্য সরকার মাঠে নেমে মানুষকে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। নথি পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়, সেটাই নিশ্চিত করবে রাজ্য সরকার।

Advertisement

 

POST A COMMENT
Advertisement