West Bengal SIR Documents: আজ বঙ্গে ঘোষণা হতে পারে SIR, কী কী ডকুমেন্ট লাগবে? জানুন

২৭ অক্টোবর, সোমবারই বাংলার ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (SIR) তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (Election Commission)। এ দিন বিকেল ৪.১৫-তে সাংবাদিক সম্মেলন করতে চলেছে কমিশন। সেখানে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের SIR এর তারিখ নিয়ে আপডেট দেওয়া হতে পারে। তাই এখন থেকেই SIR-এর ডকুমেন্ট (SIR Documents) খোঁজা শুরু করে দিন।

Advertisement
আজ বঙ্গে ঘোষণা হতে পারে SIR, কী কী ডকুমেন্ট লাগবে? জানুনবঙ্গে SIR এ কী কী Documents লাগবে?
হাইলাইটস
  • সোমবারই বাংলার ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (SIR) তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন
  • বিকেল ৪.১৫-তে সাংবাদিক সম্মেলন করতে চলেছে কমিশন
  • সেখানে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের SIR এর তারিখ নিয়ে আপডেট দেওয়া হতে পারে

২৭ অক্টোবর, সোমবারই বাংলার ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (SIR) তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (Election Commission)। এ দিন বিকেল ৪.১৫-তে সাংবাদিক সম্মেলন করতে চলেছে কমিশন। সেখানে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের SIR এর তারিখ নিয়ে আপডেট দেওয়া হতে পারে। তাই এখন থেকেই SIR-এর ডকুমেন্ট (SIR Documents) খোঁজা শুরু করে দিন।

এ দিনের সভায় মূখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উপস্থিত থাকবেন। তিনিই সবটা খোলসা করবেন বলে খবর। প্রসঙ্গত, SIR-এর প্রথম দফায় ১০ থেকে ১৫টি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাডু, কেরল, অসম ও পুদুচেরি থাকতে পারে।

এমন পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম রাখতে হলে কিছু ডকুমেন্টস (SIR Documents) থাকা জরুরি। নইলে আপনার নাম তালিকা থেকে ডিলিট হতে পারে। তাই এই সব ডকুমেন্টগুলো একবার গুছিয়ে নিন।

SIR-এ কতগুলি নথি লাগতে পারে? (Documents For SIR)

চলতি বছরই বিহারে SIR হয়েছে। সেখানে ভোটার তালিকায় নাম রাখার জন্য মূলত ১১টি নথির প্রয়োজন পড়েছে। যত দূর খবর, এ রাজ্যেও বিহারের মতোই ১১টি নথির প্রয়োজন পড়তে পারে ৷ এই ১১টি নথির মধ্যে একটি, দু’টি বা তার বেশি নথি দিয়ে ফর্ম পূরণ করতে হবে ৷

কী কী ডকুমেন্ট লাগবে? 

নিজের নাম ভোটার তালিকায় রাখতে চাইলে এগুলি অবশ্যই সঙ্গে রাখুন-

  • কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনও পরিচয় পত্র। এছাড়া অবসরপ্রাপ্তরা পেনশন পেমেন্ট অর্ডার দেখাতে পারেন ৷
  • ০১.০৭.১৯৮৭ আগের সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাঙ্ক, পোস্ট অফিস, ভারতীয় জীবন বিমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থার থেকে দেওয়া যে কোনও পরিচয়পত্র, শংসাপত্র বা নথি ৷
  • উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট ৷
  • পাসপোর্ট ৷
  • স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয়ের দেওয়া ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৷
  • রাজ্যের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র৷
  • বনভূমি অধিকার শংসাপত্র ৷
  • উপযুক্ত কর্তৃপক্ষের তরফে দেওয়া অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্য কোনও জাতিগত শংসাপত্র ৷
  • জাতীয় নাগরিক পঞ্জি (NRC) -এর নথি৷
  • রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা ফ্যামিলি রেজিস্টারের তথ্য৷
  • সরকারের তরফে কোনও জমি, বাড়ি বরাদ্দের শংসাপত্র বা দলিল ৷

বাংলায় গতবার SIR-হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের নতুন করে ডকুমেন্টস দেখাতে হবে না বলেই খবর।

POST A COMMENT
Advertisement