পহেলগাঁওয়ে জঙ্গি হামলার রেশ এখনও কাটেনি। আজ, বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড় এলাকায় শুরু হওয়া এনকাউন্টারে শহিদ হয়েছেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটা গ্রামের বীর বাঙালি জওয়ান ঝন্টু আলি শেখ। ৬ প্যারাস্যুট রেজিমেন্টে দায়িত্বরত ওই জওয়ানের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে সেনাবাহিনী। তিনি ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন।
সকালে নাম জানা না গেলেও পরে হোয়াইট নাইট কোর জানিয়েছে, অন ডিউডি অবস্থায় তাঁর সাহস ও অদম্য কর্তব্যবোধ চিরস্মরণীয় হয়ে থাকবে। খবর পৌঁছানোর পরেই উদ্ধারকার্যে সেনাবাহিনী। চলছে তল্লাশি।
কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, 'কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে লড়ে শহিদ হলেন আমাদের বীর বাঙালি সৈনিক ঝন্টু আলি শেখ—অমর হোক তাঁর আত্মা।'
গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বাইসারণে জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। হত্যাকারী জঙ্গিদের খুঁজতে পরবর্তী কয়েকদিন যাবৎ উপত্যকায় দফায় দফায় চলছে অভিযান আর এনকাউন্টার। তারপরই বসন্তগড়ে সংঘর্ষে প্রাণ গেল আর এক জওয়ানের।
সেনার হোয়াইট নাইট কোর জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এবং সেনার যৌথবাহিনী উধমপুরের বসন্তগড়ে অভিযানে যায়। জঙ্গিরা বসন্তগড়ে আশ্রয় নিয়েছে এই খবর নিশ্চিত হওয়ার পরই অভিযানে নামে যৌথবাহিনী। বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করছিল জঙ্গিরা। পালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে।