West Bengal SIR system: বিহারের পর এবার বাংলায় SIR? BLO-দের নিয়ে শুরু বৈঠক-প্রশিক্ষণ

বিহারে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর এবার পালা বাংলার। এ রাজ্যে খুব শীঘ্রই শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধন। শনিবার রবীন্দ্র সরোবরে বুথ-স্তর অফিসারদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হল। 'সার' নিয়ে প্রশিক্ষণও দেওয়া হয় তাঁদের।

Advertisement
বিহারের পর এবার বাংলায় SIR? BLO-দের নিয়ে শুরু বৈঠক-প্রশিক্ষণভোটার কার্ড (প্রতীকী ছবি)

বিহারে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর এবার পালা বাংলার। এ রাজ্যে খুব শীঘ্রই শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধন। শনিবার রবীন্দ্র সরোবরে বুথ-স্তর অফিসারদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হল। 'সার' নিয়ে প্রশিক্ষণও দেওয়া হয় তাঁদের।

মালদা থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। এরপর পূর্ব বর্ধমানে, আজ কলকাতায়। আগামী কাল মেদিনীপুরে এবং ২৮ জুলাই জলপাইগুড়িতে প্রশিক্ষণ হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার মনোজ কুমার আগরওয়াল শুক্রবার বলেছে, "বুথ-স্তরের অফিসার (BLO) এবং তত্ত্বাবধায়কদের প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হলে প্রস্তুতি নিশ্চিত করা হবে।"

আরও বলেন, বিএলওদের প্রশিক্ষণ প্রক্রিয়াটি চলবে। শনিবার কলকাতায় এবং তারপর অন্য জেলাগুলিতে একই ধরনের অধিবেশন অনুষ্ঠিত হবে। 

সূত্রের খবর, শুক্রবার বিএলওদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলন করেন সিইও। আইএএস অফিসার বলেন, বাংলায় ভোটার তালিকার এসআইআর শুরু হলে তা প্রশিক্ষণে সাহায্য করবে।

মুখ্য নির্বাচন অফিসার বলেন, "যদি SIR অনুষ্ঠিত হয়, তাহলে প্রশিক্ষণটি BLO-দের দায়িত্ব কার্যকরভাবে পালনের জন্য সজ্জিত করবে। তবে, সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের উপর নির্ভরশীল।" 

বিহারে ভোটার তালিকা সংশোধনে এসআইআর নিয়ে বিরোধী নেতারা বিরোধিতা করেন। তৈরি করেছে, বিরোধী ইন্ডিয়া ব্লক অভিযোগ করেছে যে এই পদক্ষেপের লক্ষ্য প্রায় ৬০ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়। যার মধ্যে ৭ লক্ষাধিক ভোটার মৃত, ৩১ লক্ষের বেশি অন্য জায়গায় স্থায়ীভাবে বসবাস করছেন বলে তথ্য মিলেছে। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষের পর শুরু হবে বাংলায়।
 

POST A COMMENT
Advertisement