West Bengal SSC Recruitment Verdict: ১২% সুদ, SSC-তে ভুয়ো চাকরি পাওয়াদের ঠিক কত টাকা ফেরাতে হবে?

ভোটের মুখে এসএসসির ২০১৬ সালের বিতর্কিত প্যানেল খারিজ করল আদালত। চাকরি হারালেন ২৫ হাজার ৭৫৩ জন। চাকরিহারাদের আগামী ৪ সপ্তাহের মধ্যে বেতন ফেরাতে হবে। দিতে হবে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ।  সোমবার কলকাতা এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা গ্রহণযোগ্য বলেই পর্যবেক্ষণ বিচারপতি বসাকের।

Advertisement
১২% সুদ, SSC-তে ভুয়ো চাকরি পাওয়াদের ঠিক কত টাকা ফেরাতে হবে?
হাইলাইটস
  • ভোটের মুখে এসএসসির ২০১৬ সালের বিতর্কিত প্যানেল খারিজ করল আদালত।
  • চাকরি হারালেন ২৫ হাজার ৭৫৩ জন।

ভোটের মুখে এসএসসির ২০১৬ সালের বিতর্কিত প্যানেল খারিজ করল আদালত। চাকরি হারালেন ২৫ হাজার ৭৫৩ জন। চাকরিহারাদের আগামী ৪ সপ্তাহের মধ্যে বেতন ফেরাতে হবে। দিতে হবে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ।  সোমবার কলকাতা এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা গ্রহণযোগ্য বলেই পর্যবেক্ষণ বিচারপতি বসাকের।

২০১৬ সালের বিতর্কিত গোটা প্যানেলই খারিজ করার সিদ্ধান্তের কথা জানান। তার ফলে ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল বলে জানাল আদালত। শুধুমাত্র সোমা দাস নামে এক চাকরিপ্রাপকের চাকরি থাকবে বলে জানিয়েছে হাইকোর্ট। কারণ, তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত। মানবিক কারণে তাঁর চাকরি বহাল রেখেছে আদালত।

চাকরিহারাদের প্রত্যেককে পাওয়া বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে এই বেতন ফেরাতে হবে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের বার্ষিক ১২ শতাংশ হারে সুদ দিতে হবে। আগামী ৪ সপ্তাহের মধ্যে এই বেতন ফেরাতে হবে। ডিআই এবং জেলাশাসকের মারফত এই টাকা ফেরাতে হবে। সিবিআই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালিয়ে যাবে। প্রয়োজনে দুর্নীতিগ্রস্তদের হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

মামলাকারীদের তরফে আইনজীবীরা জানান, ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল। যতজন মাইনে পেয়েছে চার সপ্তাহের মধ্যে তা ফেরাতে হবে। ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিআই তা ডিএমকে জানাবেন। এই প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ সকলকে মাইনে ফেরাতে হবে। সূত্রের খবর, ববিতা সরকারকে ১৫ লক্ষ টাকা ফেরাতে হয়েছিল। এই শিক্ষক-অশিক্ষকদেরও প্রায় ১২ থেকে ১৮ লক্ষ টাকার মতো ফেরাতে হবে। তবে বেতন এবং চাকরির মেয়াদের হিসেবে তা নির্ধারিত হবে। 
 

 

POST A COMMENT
Advertisement