SSC-র 'ভুয়ো' শিক্ষকদের তলব শুরু করল CBI, তালিকায় কারা?

অযোগ্য শিক্ষকদের তলব করা শুরু করল সিবিআই। পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি-সহ নিজাম প্যালেসে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তালিকা ধরে ধরে প্রায় ৪৩২৭ জন ‘অযোগ্য’কে তলব করা শুরু করেছে সিবিআই। অযোগ্যদের মোট ৬টি তালিকা সিবিআইয়ের হাতে। প্রত্যেক তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

Advertisement
 SSC-র 'ভুয়ো' শিক্ষকদের তলব শুরু করল CBI, তালিকায় কারা?নিজাম প্যালেস। ফাইল ছবি
হাইলাইটস
  • অযোগ্য শিক্ষকদের তলব করা শুরু করল সিবিআই।
  • পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি-সহ নিজাম প্যালেসে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

অযোগ্য শিক্ষকদের তলব করা শুরু করল সিবিআই। পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি-সহ নিজাম প্যালেসে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তালিকা ধরে ধরে প্রায় ৪৩২৭ জন ‘অযোগ্য’কে তলব করা শুরু করেছে সিবিআই। অযোগ্যদের মোট ৬টি তালিকা সিবিআইয়ের হাতে। প্রত্যেক তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

সূত্রের খবর, ওএমআর যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে, সেখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের ওএমআরে ম্যানুপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে। এসএসসিও অনেককে চিহ্নিত করেছে। অনেকের চাকরি বাতিল হয়েছে। তবে অনেকে চাকরিও করছেন। এই অযোগ্যদেরই এবার তলব করেছে সিবিআই।

সম্প্রতি ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। সেখানেই যারা সাদা খাতা জমা দিয়ে বা ওএমআর ম্যানুপুলেশন করে চাকরি পেয়েছেন, মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছিলেন, তাদেরই এবার ধরে ধরে তলব করছে সিবিআই। তাঁদের জেরার পর সিবিআই কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।

 

POST A COMMENT
Advertisement