scorecardresearch
 

West Bengal Scholarship 2022 : কালই আবেদন শেষ, প্রতি মাসে পড়ুয়ারা ৫ হাজার টাকা পাবেন; কারা-কীভাবে?

পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কলারশিপ (scholarship) হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ছাত্রদের কাছে এটি বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত। প্রতিবারই এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে ছাত্র- ছাত্রীদের। সেই স্কলারশিপে জন্য যাঁরা আবেদন পুনর্নবীকরণ করতে চান তাঁদের হাতে আর সময় বেশি নেই।

Advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কলারশিপ (scholarship) হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
  • ছাত্রদের কাছে এটি বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত
  • প্রতিবারই এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে ছাত্র- ছাত্রীদের

পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কলারশিপ (scholarship) হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ছাত্রদের কাছে এটি বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত। প্রতিবারই এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে ছাত্র- ছাত্রীদের। সেই স্কলারশিপে জন্য যাঁরা আবেদন পুনর্নবীকরণ করতে চান তাঁদের হাতে আর সময় বেশি নেই। কারণ, আগামিকাল অর্থাৎ ৭ তারিখ  পর্যন্ত আবেদন করা যাবে। https://svmcm.wbhed.gov.in/-এই ওয়েবসাইটে সেরকমই তথ্য দেওয়া হয়েছে। 

সরকারি সূত্রে খবর, ২০১৯, ২০২০ ও  ২০২১ সালে যাঁরা আবেদন করেছিলেন এই স্কলারশিপের জন্য তাঁরা কাল অর্থাৎ ৭ তারিখ পর্যন্ত আবেদন  পুনর্নবীকরণ  করতে পারবেন। 

কারা করতে পারবেন পুনর্নবীকরণ ?

সরকারি সূত্রে খবর, একদশ শ্রেণি,দ্বাদাশ শ্রেণি ও স্নাতকের পড়ুয়ারা পুনর্নবীকরণের যোগ্য। 

কারা আবেদনের যোগ্য? 

ওই ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুসারে এই বৃত্তি বা স্কলারশিপ পেতে হলে ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট নম্বর পেতে হবে। তবেই তাঁরা আবেদন করতে পারবেন। 
দেখে নেব কোন ক্লাসের জন্য কত নম্বর পেলে আবেদন করা যাবে। যেমন, উচ্চমাধ্যমিকে ভর্তি হয়ে থাকলে মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। স্নাতক স্তরে ভর্তি হয়ে থাকলে উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পাওয়া প্রয়োজন।

কত টাকা স্কলারশিপ মিলবে?

উচ্চমাধ্য়মিক অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা প্রতিমাসে ১ হাজার টাকা স্কলারশিপ পেতে পারেন। স্নাতকস্তের পড়ুয়ারা পেতে পারেন মাসে ১ থেকে ৫ হাজার টাকা। 

কীভাবে পুনর্নবীকরণ আবেদন করবেন? 

পুনর্নবীকরণের জন্য https://svmcm.wbhed.gov.in/ - এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে পেয়ে যাবেন  Renewal Application-এর অপশন। তারপর আপনার রেজিস্ট্রার্ড লগ ইন আই-ডি ব্যবহার করুন। সেখানে আপনার কাছে তথ্য চাওয়া হবে। সেই তথ্যগুলো পূরণ করুন।  

Advertisement
Advertisement