Manas Bhunia: এবার মানস বলছেন, 'ছোট্ট একটা ঘটনা...' কসবা কাণ্ডের উল্লেখ না করেও

কসবার ল'কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার আবহে তৃণমূলের একের পর এক নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এবার নতুন করে বিতর্ক তৈরি হল রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার এক মন্তব্যকে ঘিরে। মঙ্গলবার কলকাতা মেডিক্যালে এক অনুষ্ঠানে মানস বলেছেন, 'ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব ওঠে।' তবে তিনি নির্দিষ্ট করে কোন ঘটনাকে 'ছোট্ট ঘটনা' বললেন, তা উল্লেখ করেননি। সম্প্রতি কসবার ঘটনায় যেভাবে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, তাতে মানসের এই মন্তব্য অর্থবহ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। 

Advertisement
এবার মানস বলছেন, 'ছোট্ট একটা ঘটনা...' কসবা কাণ্ডের উল্লেখ না করেওমানস ভুঁইয়া।
হাইলাইটস
  • নতুন করে বিতর্ক তৈরি হল রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার এক মন্তব্যকে ঘিরে।
  • মানস বলেছেন, 'ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব ওঠে।'
  • তবে তিনি নির্দিষ্ট করে কোন ঘটনাকে 'ছোট্ট ঘটনা' বললেন, তা উল্লেখ করেননি।

কসবার ল'কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার আবহে তৃণমূলের একের পর এক নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এবার নতুন করে বিতর্ক তৈরি হল রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার এক মন্তব্যকে ঘিরে। মঙ্গলবার কলকাতা মেডিক্যালে এক অনুষ্ঠানে মানস বলেছেন, 'ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব ওঠে।' তবে তিনি নির্দিষ্ট করে কোন ঘটনাকে 'ছোট্ট ঘটনা' বললেন, তা উল্লেখ করেননি। সম্প্রতি কসবার ঘটনায় যেভাবে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, তাতে মানসের এই মন্তব্য অর্থবহ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। 

ঠিক কী বলেছেন মানস?

সেচমন্ত্রী বলেছেন, 'পহেলগাঁও হামলার অভিযুক্তরা ধরা পড়েনি। আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব ওঠে...স্বামী স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে দিচ্ছে। স্ত্রী প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে...আমাদের মুখ্যমন্ত্রী মাতৃস্নেহে প্রতিটি ঘটনা সামলান। কে কী সমালোচনা করছেন দেখবেন না।'

সম্প্রতি কসবার ঘটনায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্যে অস্বস্তিতে পড়েছে। বিতর্কিত মন্তব্যের জন্য মদনকে শোকজ করে দল। শোকজের জবাবি চিঠিতে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন মদন। এই প্রেক্ষাপটে এবার মানসের এহেন মন্তব্য নতুন মাত্রা যোগ করল। 

কসবায় গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। মনোজিৎ ওই কলেজের প্রাক্তনী। আলিপুর আদালতে সে প্র্যাক্টিস করে। ৩১ বছর বয়সী মনোজিৎ বর্তমানে টিএমসিপির দক্ষিণ কলকাতা ইউনিটের সাধারণ সম্পাদক। অন্য দুই ধৃত জাইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় কলেজেরই পড়ুয়া। ধৃত ৩ জনকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

POST A COMMENT
Advertisement