বাংলার ৮ জেলায় ‘কোল্ড ডে’ অ্যালার্ট।-ফাইল ছবিসোমবারের পর মঙ্গলবারও রাজ্যের ৮ জেলায় শীতল দিনের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় শীতল দিনের অ্যালার্ট জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫-৬ ডিগ্রি নীচে থাকার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। জোরদার হচ্ছে উত্তরে হাওয়া, রাতে আরও কাঁপুনি ধরাবে শীত।
দক্ষিণবঙ্গে জাঁকিয়ে বসছে শীত। মঙ্গলবার ভোরে রাজ্যের শীতলতম জায়গাগুলির তালিকায় চমক দেখাল বীরভূম। জেলার সিউড়ি ও শ্রীনিকেতন, দু’টি জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে এই দুই শহরই ছিল সবচেয়ে ঠান্ডা, আর গোটা রাজ্যের নিরিখে দ্বিতীয় স্থানে। এদের থেকেও বেশি ঠান্ডা ছিল একমাত্র দার্জিলিং, সেখানে মঙ্গলবার ভোরে পারদ নেমেছিল ৩.২ ডিগ্রিতে।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় দার্জিলিঙের পরেই রয়েছে রায়গঞ্জ, যেখানে পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। এরপর কালিম্পং, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি। অর্থাৎ উত্তরবঙ্গের ‘থার্ড বয়’ কালিম্পংকেও ছাপিয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনকি কলকাতার শহরতলির কয়েকটি এলাকাতেও কালিম্পঙের তুলনায় বেশি শীত অনুভূত হয়েছে।
নদিয়ার কৃষ্ণনগরে মঙ্গলবার ভোরে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। কল্যাণীতে পারদ নেমেছে ৭ ডিগ্রিতে। বাঁকুড়াতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি। বর্ধমানে রাতের তাপমাত্রা নেমেছে ৭.২ ডিগ্রিতে এবং আসানসোলে ছিল ৮.৮ ডিগ্রি। উত্তর ২৪ পরগনার কলকাতা-সংলগ্ন এলাকাগুলিতেও শীতের দাপট স্পষ্ট, ব্যারাকপুরে ভোরের তাপমাত্রা ছিল মাত্র ৮.২ ডিগ্রি।
কলকাতা ও আশপাশের এলাকাতেও উত্তরী হাওয়ার প্রভাব স্পষ্ট। সল্টলেকে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি, দমদমে ৯.৫ ডিগ্রি। উপকূলীয় জেলাগুলিও পিছিয়ে নেই, পূর্ব মেদিনীপুরের দিঘায় পারদ নেমেছে ৯.৮ ডিগ্রিতে এবং দক্ষিণ ২৪ পরগনার ক্যানিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোথাওই সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রির উপরে ওঠেনি।
উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীত পড়েছে। শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি। কালিম্পং ও জলপাইগুড়িতে পারদ নেমেছে ৯ ডিগ্রিতে। কোচবিহারে ছিল ৯.১ ডিগ্রি, বালুরঘাটে ৯.৫ ডিগ্রি, মালদহে ৯.৭ ডিগ্রি এবং আলিপুরদুয়ারে ১১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বুধবার ও বৃহস্পতিবার রাতের তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। এরপর ৪–৫ দিন তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি কম থাকতে পারে। উত্তরবঙ্গেও আগামী দু’দিনে আরও ২ ডিগ্রি পর্যন্ত পারদপতনের সম্ভাবনা রয়েছে।