West Bengal Weather IMD: ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তাণ্ডবের পূর্বাভাস, কবে কোন জেলায়?

গ্রীষ্মের দাবদাহের মাঝে দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর মতো ঝড়ের পূর্বাভাস দিল ভারতের আবহাওয়া দফতর (IMD)। বিহার এবং উত্তরবঙ্গের ওপর সক্রিয় একটি ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তাণ্ডবের পূর্বাভাস, কবে কোন জেলায়?আবহাওয়ার খবর
হাইলাইটস
  • গ্রীষ্মের দাবদাহের মাঝে দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর মতো ঝড়ের পূর্বাভাস দিল ভারতের আবহাওয়া দফতর (IMD)।
  • বিহার এবং উত্তরবঙ্গের ওপর সক্রিয় একটি ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

গ্রীষ্মের দাবদাহের মাঝে দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর মতো ঝড়ের পূর্বাভাস দিল ভারতের আবহাওয়া দফতর (IMD)। বিহার এবং উত্তরবঙ্গের ওপর সক্রিয় একটি ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই রাজ্যের আবহাওয়া অস্বস্তিকর হয়ে উঠতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি এবং ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

আজ, সোমবার সবচেয়ে বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার উপরে। এই পাঁচটি জেলায় কালবৈশাখীর প্রবল প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। এ ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা শহরেও সন্ধ্যার দিকে আকাশ কালো করে বৃষ্টি নামতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। শহরের তাপমাত্রা কিছুটা কমলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

সপ্তাহের শুরুতে বৃষ্টির মাত্রা কিছুটা কম হলেও হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়ে গেছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে পুরো সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গবাসীকে বৃষ্টি-ঝড়ের সঙ্গে মানিয়ে নিতে হবে।

এছাড়া কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বিশেষত যারা খোলা আকাশের নিচে বা খোলা মাঠে থাকেন, তাদের জন্য বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। কৃষকদেরও শস্য রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।


 

POST A COMMENT
Advertisement