বাংলায় জাঁকিয়ে শীত কবে থেকেঘূর্ণাবর্ত ও নিম্নচাপের বাধা কাটতেই রাজ্যে হু হু করে নামছে তাপমাত্রার পারদ। কলকাতায় সেই ভাবে শীত অনুভূত না হলেও জেলায় জেলায় ভালই আমেজ পাওয়া যাচ্ছে। সকালে ও রাতে গায়ে কাঁটা দিচ্ছে। বাড়িতে বাড়িতে পাখা ঘোরা বন্ধ হয়েছে। গত কয়েকদিনে রাতের তাপমাত্রা কিছুটা কমেছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। রাতের তাপমাত্রা একধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির আশপাশে নামতে পারে।
রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও নীচে নামবে। ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের সমতলেও রাতের দিকে শীতের আমেজ বাড়বে। যদিও এখনও জাঁকিয়ে শীত নামার সম্ভাবনা নেই, তবে সকালে এবং রাতে শিরশিরানি অনুভূত হবে।
রাজ্যে এখন শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। কোথাও কোনও সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস।