Weather Update: বর্ষশেষে আবহাওয়ার বড় বদল, কলকাতায় এক লাফে নামল পারদ, কত ডিগ্রি?

রবিবার সকাল থেকেই বইছে ঠান্ডা হাওয়া। গত কয়েক দিনের তুলনায় খানিকটা পারদও নামল শহরে। যার ফলে শীতের পরশ গায়ে মেখেই ২০২৩ সালকে বিদায় জানাবেন শহরবাসী। যদিও রবিবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি।

Advertisement
বর্ষশেষে আবহাওয়ার বড় বদল, কলকাতায় এক লাফে নামল পারদ, কত ডিগ্রি?ফাইল চিত্র।
হাইলাইটস
  • রবিবার সকাল থেকেই বইছে ঠান্ডা হাওয়া।
  • কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও পারদ পতন হয়েছে।
  • দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 

বর্ষশেষের দিন কলকাতায় ফিরল কনকনে ঠান্ডার আমেজ। রবিবার সকাল থেকেই বইছে ঠান্ডা হাওয়া। গত কয়েক দিনের তুলনায় খানিকটা পারদও নামল শহরে। যার ফলে শীতের পরশ গায়ে মেখেই ২০২৩ সালকে বিদায় জানাবেন শহরবাসী। যদিও রবিবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। তবে পারদ পতন হওয়ায় খানিকটা ছন্দে শীত। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও পারদ পতন হয়েছে। অন্য দিকে, নতুন বছরের শুরুতেই দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 


কলকাতায় কত তাপমাত্রা?

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবারের তুলনায় রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমল। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং ন্যূনতম ৪৯ শতাংশ। আপাতত কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এখনই শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা নেই। 


রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও হাল্কা কুয়াশা থাকতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার ফলে আটকে উত্তর পশ্চিমের শীতল হাওয়া। সেই সঙ্গে পূবালী হাওয়ার প্রভাব বেশি রয়েছে। এর ফলেই শীতের পথে বাধা তৈরি হচ্ছে।

দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা

হাওয়া অফিস জানিয়েছে, ১ জানুয়ারি, ২ জানুয়ারি ও ৩ জানুয়ারি দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি বা তুষারপাত হতে পারে। বছরের শেষ লগ্নে অনেকেই শৈলশহরে ঘুরতে যান। নতুন বছরের শুরুতে তুষারপাত হলে বাড়তি পাওনা হবে পর্যটকদের। 

Advertisement

কোথায় কত তাপমাত্রা? 

শনিবার দার্জিলিঙে পারদ নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ১০.১ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৪.৫ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.৯ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১২.৬ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি। পানাগড়ে তাপমাত্রা নেমেছে ১২.৯ ডিগ্রিতে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৩ ডিগ্রি। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। 

POST A COMMENT
Advertisement