দুর্গাপুজোর মুখে ফের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে আবহাওয়া। বঙ্গোপসাগরে নিম্নচাপের ইঙ্গিতের পাশাপাশি ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্তও পরিস্থিতি জটিল করে তুলছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতা
আজ, শুক্রবার কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা। দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। বাতাসে আর্দ্রতা থাকায় গরম ও অস্বস্তি অব্যাহত থাকবে।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব বর্ধমানের জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে রবিবার মহালয়ার দিন দুপুরের পর ফের বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়।
উত্তরবঙ্গ
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পংয়ে আজ থেকেই শুরু হবে তুমুল বৃষ্টি। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বইবে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায়, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে।
আশঙ্কার কারণ
ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত এবারের পুজোর খলনায়ক। এর জেরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে এবং সিকিম ও ভুটানের নদীগুলিতে জলস্তর বাড়ছে। ফলে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।