উধাও ঠান্ডা! আবার কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ একই থাকবে। কোথাও কোনও সতর্কবার্তা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিমের জেলাগুলিতে রাতের পারদ থাকবে ১৪ ডিগ্রি কাছাকাছি।

Advertisement
উধাও ঠান্ডা! আবার কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে?উধাও ঠান্ডা! আবার কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে?
হাইলাইটস
  • ভোরের দিকে কুয়াশা সবচেয়ে বেশি থাকবে
  • দৃশ্যমানতা কমে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে

আচমকা শীতের গতিতে ব্রেক লেগে গরম বেড়েছে। দুপুরে ফ্যানও চালাতে হচ্ছে আবার। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে শীতের তাপমাত্রার পারদ পতন কিছুটা থমকাবে। সেটাই হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। ফলে কিছুটা কম লাগছে শীতের আমেজ। কলকাতা শহরে যদিও সেই আমেজ নেই। রীতিমতো ঘাম দিচ্ছে। সোয়েটার, টুপি পরার কথা তো পরে আসছে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় পারদ চড়বে। দুপুরে কলকাতার তাপমাত্রা ছাড়াব ৩০ ডিগ্রির গণ্ডি। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৯ ডিগ্রির ঘরে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ একই থাকবে। কোথাও কোনও সতর্কবার্তা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিমের জেলাগুলিতে রাতের পারদ থাকবে ১৪ ডিগ্রি কাছাকাছি। ভোরের দিকে কুয়াশা সবচেয়ে বেশি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিঙের কিছু জায়গায় সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। কয়েকটি জেলার কয়েকটি জায়গায় ভোরের দিকে রাস্তাঘাট ঢেকে যেতে পারে ঘন কুয়াশায়। দৃশ্যমানতা কমে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর শীত আবার পুরোপুরি ফিরতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। বড়দিনের আগে পর্যন্ত থাকতে পারে সেই শীতের মেয়াদ।

TAGS:
POST A COMMENT
Advertisement