কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ ফের গরমের দাপট বাড়তে পারে। তবে তারই সন্ধ্যা হলেই বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় মিলবে সাময়িক স্বস্তি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ চড়বে। তবে এরই মধ্যে একটাই আশার আলো, এখনও তাপপ্রবাহ বা ‘হিট ওয়েভ’-এর কোনও ইঙ্গিত নেই।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ও আগামী ৭ মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একে বলে গ্রীষ্মকালীন কালবৈশাখী। যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যায় কালবৈশাখী বলতে বোঝানো হয় বিশেষ ধরনের ধুলিঝড় ও বজ্রঘন ঘূর্ণি।
৮ মে থেকে দক্ষিণবঙ্গের নির্দিষ্ট কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। তার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানা যাচ্ছে।
শুধু দক্ষিণবঙ্গই নয়, আগামী কয়েক দিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ মে পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ নানা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিও থাকবে বেশ জোরালো। কিছু এলাকায় ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। কিন্তু তার পরবর্তী দু’দিনে পারদ ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ গরম আরও কিছুটা জোরালো হবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই রকম পূর্বাভাস মিলেছে। আগামী তিন দিন তাপমাত্রা প্রায় একই থাকবে, তারপরে আবার ৩-৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।