scorecardresearch
 

Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গী দমকা হাওয়া, আবহাওয়ার বড় বদলের পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শুক্রবার কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ থাকবে। অন্য দিকে, সপ্তাহান্তে রাজ্যে ফের বৃষ্টি হতে পারে।

Advertisement
বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পূর্বাভাস।
হাইলাইটস
  • শুক্রবার কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ থাকবে।
  • সপ্তাহান্তে রাজ্যে ফের বৃষ্টি হতে পারে।
  • কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

মার্চের সকালেও শীতের শিরশিরানি ভাব। গত কয়েক দিন ধরেই ভোর এবং রাতের দিকে ঠান্ডা ভাব বজায় রয়েছে। যদিও বেলা গড়ালে গরম ভাব মালুম হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শুক্রবার কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ থাকবে। অন্য দিকে, সপ্তাহান্তে রাজ্যে ফের বৃষ্টি হতে পারে। শনি, রবি, সোম বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 


 বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে,রবি এবং সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরের সব জেলায় বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

আরও পড়ুন


কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৩১  ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২  ডিগ্রি সেলসিয়াস। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং ন্যূনতম ৩৩ শতাংশ।

কোথায় কত তাপমাত্রা? 

বৃহস্পতিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ১৩.১ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৭.৮ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ১৪.১ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৯ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৬ ডিগ্রি। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। 

Advertisement

কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী ৫ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

Advertisement