Bengal Weather Update: আরও বাড়বে তাপমাত্রা সঙ্গে বৃষ্টি, শীত বিদায়ের দিন গোনা শুরু? আবহাওয়া আপডেট

Rain Alert: জাঁকিয়ে শীত পড়তে না পড়তেই ফের বাধা। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের ফলে আবহাওয়ায় বড়সড় বদল। দক্ষিণবঙ্গে ইতিমধ্যে তাপমাত্রা একটু বেড়েছে। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে বলে মৌসম ভবনের তরফে পূর্বাভাস। অর্থাৎ, মাঘের শীতে যেখানে বাঘ কাঁপার কথা সেখানে শীতের শিরশিরানিও ছেদ পড়েছে। 

Advertisement
আরও বাড়বে তাপমাত্রা সঙ্গে বৃষ্টি, শীত বিদায়ের দিন গোনা শুরু? আবহাওয়া আপডেটআবহাওয়ার খবর

জাঁকিয়ে শীত পড়তে না পড়তেই ফের বাধা। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের ফলে আবহাওয়ায় বড়সড় বদল। দক্ষিণবঙ্গে ইতিমধ্যে তাপমাত্রা একটু বেড়েছে। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে বলে মৌসম ভবনের তরফে পূর্বাভাস। অর্থাৎ, মাঘের শীতে যেখানে বাঘ কাঁপার কথা সেখানে শীতের শিরশিরানিও ছেদ পড়েছে। 

ঠান্ডার আমেজ থাকলেও দক্ষিণের জেলাগুলিতে তীব্র শীতে নেই। বরং চলতি সপ্তাহে দু'দিন পর ২-৩ ডিগ্রি পারদ চড়বে। পারদ পতনের পূর্বাভাস বা আবহাওয়ার বড়সড় বদলে আপাতত নেই। তবে দু-তিনদিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দক্ষিণ ও উত্তরবঙ্গের মোটামুটি সব জেলাতেই। 

দক্ষিণবঙ্গের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার আবহাওয়া  শুষ্ক থাকবে। এর মধ্যে আগামী ৩ দিন ঘন কুয়াশায় ঢাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা।

উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী তিনদিন ঘন কুয়াশায় ঢাকবে। পাশাপাশি, দার্জিলিঙের পার্বত্য এলাকায় ২৪ জানুয়ারি থেকে শুক্রবার হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা থাকবে ২০০ মিটারের নীচে।

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস।
 

POST A COMMENT
Advertisement