scorecardresearch
 

Heavy Rain Alert: পুজোর আগে আসছে ঘূর্ণিঝড় তেজ? আবহাওয়ার বড় আপডেট

গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই প্রায় সবসময় মেঘলা আকাশ, সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এমন ঘটছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই প্রায় সবসময় মেঘলা আকাশ, সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি।
  • মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এমন ঘটছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই প্রায় সবসময় মেঘলা আকাশ, সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এমন ঘটছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এরমধ্যে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও (West Bengal cyclone forecast) দেখা দিল। সবমিলিয়ে পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা রাজ্যে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৮-২৯ তারিখ নাগাদ মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা পরবর্তী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে শেষ অবধি এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা এবং হলে তার অভিমুখ কোন দিকে থাকবে, আপাতত সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, যদি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে এর নাম দেওয়া হবে ‘তেজ’। তবে দিল্লির মৌসম ভবন এখনও ঘূর্ণিঝড় নিয়ে সুস্পষ্ট কোনও ইঙ্গিত দিতে পারেনি। 

বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গে আজ সবকটি জেলাতেই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।  সোমবারও সবকটি জেলাতেই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।   মঙ্গলবার ও বুধবার জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস বলছে, সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে।

আরও পড়ুন

কলকাতার আবহাওয়া
রবিবার কলকাতা-সহ আশপাশের এলাকায় সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল আকাশ। মাঝে মধ্যেই কয়েক পশলা বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পরে বৃষ্টিতে রাশ আসে। যদিও আকাশ মেঘলাই ছিল। আবহাওয়া দফতরের তরফে আজকেও কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Advertisement

সপ্তাহ শেষে নিম্নচাপের ভ্রুকুটি
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই মুহুর্তে মৌসুমী বায়ু উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে। দক্ষিণবঙ্গে তা স্বাভাবিক রয়েছে। শুক্রবার একটি ঘূর্ণাবর্তের অবস্থান ছিল  ঝাড়খণ্ডের ওপরে। সেটা এখন সরে গিয়ে দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা গুনা-সাতনা- পুরুলিয়া- কৃষ্ণনগর হয়ে হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সিস্টেমের ফলে উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই হাল্কা থেকে মাধারি বৃষ্টিপাত হবে।  অন্যদিকে হাওয়া অফিস বলছে, ২৮ তারিখ নাগার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আন্দামান সাগরের ওপরে। ফলে তার পরবর্তী ৪৮ ঘন্টায় তা বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে।  এই সিস্টেম পরে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা এবং কোন দিকে যায় সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

Advertisement