Weather Update: কলকাতায় আরও নামল পারদ, দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা, কবে?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। নতুন বছরের শুরুতে শহরে আবার জাঁকিয়ে শীতের আমেজ টের পাওয়া যাবে।

Advertisement
কলকাতায় আরও নামল পারদ, দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা, কবে?
হাইলাইটস
  • বছর শেষের আগে কলকাতায় ধীরে ধরে নামছে পারদ।
  • আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 
  • ভোরের দিকে কোথাও কোথাও হাল্কা কুয়াশা থাকতে পারে।

বছর শেষের আগে কলকাতায় ধীরে ধরে নামছে পারদ। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা কমল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। নতুন বছরের শুরুতে শহরে আবার জাঁকিয়ে শীতের আমেজ টের পাওয়া যাবে। অন্য দিকে, বর্ষশেষের দিন এবং বর্ষবরণের দিন দার্জিলিঙে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 


কলকাতায় কত তাপমাত্রা?

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, গতকালের তুলনায় সামান্য কমল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং ন্যূনতম ৫৮ শতাংশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

কেমন থাকবে আবহাওয়া? 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও হাল্কা কুয়াশা থাকতে পারে।

দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা

হাওয়া অফিস জানিয়েছে, ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি এবং ২ জানুয়ারি দার্জিলিঙে বৃষ্টি বা তুষারপাত হতে পারে। বছরের শেষ লগ্নে অনেকেই শৈলশহরে ঘুরতে যান। নতুন বছরের শুরুতে তুষারপাত হলে বাড়তি পাওনা হবে পর্যটকদের।


কোথায় কত তাপমাত্রা? 

শুক্রবার দার্জিলিঙে পারদ নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। বালুরঘাটের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি। কোচবিহারে পারদ নেমেছে ১১.৬ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৭.২ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.৩ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৫.৪ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি। পানাগড়ে তাপমাত্রা নেমেছে ১৫.৩ ডিগ্রিতে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। আসানসোলে পারদ নেমেছে ১৫ ডিগ্রিতে। 

Advertisement

POST A COMMENT
Advertisement