শ্রাবণের শুরুতে ফের ফের সক্রিয় হতে চলেছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণবঙ্গে কী হতে পারে?
ইতিমধ্যেই আর্দ্রতাজনিত অস্বস্তি তীব্র হয়েছে। আগামী বুধবার (২৩ জুলাই) থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। তবে আপাতত ভারী বর্ষণের আশঙ্কা নেই। আজ, সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বুধবার থেকে তা ফের বাড়বে। সঙ্গে থাকতে পারে ৩০ থেকে ৪০ কিমি গতির দমকা হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
এদিকে, উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার কারণ
মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি দক্ষিণ ভারতেও কর্ণাটক থেকে অন্ধ্র উপকূল পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই দুটি অক্ষরেখাই বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি করছে।
তাপমাত্রা ও অস্বস্তি
তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে, আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।