West Bengal Weather Update: ঝিমিয়ে গেল শীত, আর কি কমবে পারদ? সরস্বতী পুজো পর্যন্ত আপডেট রইল

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। তার পরই মঙ্গলবার ভোরে তা প্রায় ১ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ১৪.২ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। দিনের বেলাতেও উষ্ণতা কমার কোনও লক্ষণ নেই। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, আর মঙ্গলবারও তা ২৬ ডিগ্রির কাছাকাছিই থাকবে বলে পূর্বাভাস।

Advertisement
ঝিমিয়ে গেল শীত, আর কি কমবে পারদ? সরস্বতী পুজো পর্যন্ত আপডেট রইলসরস্বতী পুজো। ফাইল ছবি।
হাইলাইটস
  • মাঘ মাস পড়তেই দক্ষিণবঙ্গে যেন ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে শীত।
  • গত কয়েক দিনে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা।

মাঘ মাস পড়তেই দক্ষিণবঙ্গে যেন ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে শীত। গত কয়েক দিনে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা। মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ আরও কিছুটা বাড়বে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। তার পরই মঙ্গলবার ভোরে তা প্রায় ১ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ১৪.২ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। দিনের বেলাতেও উষ্ণতা কমার কোনও লক্ষণ নেই। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, আর মঙ্গলবারও তা ২৬ ডিগ্রির কাছাকাছিই থাকবে বলে পূর্বাভাস।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। সরস্বতী পুজোর দিন নতুন করে তাপমাত্রা খুব একটা না বাড়লেও, জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই।

অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল। আগামী সাত দিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজ্যের উত্তর ও দক্ষিণ, সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

তবে সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। যদিও আপাতত ঘন কুয়াশা নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি।

সব মিলিয়ে, মাঘের মাঝামাঝিতেই দক্ষিণবঙ্গে শীতের রেশ কিছুটা ফিকে, আর সরস্বতী পুজোয় ঠান্ডার বদলে মনোরম আবহাওয়াই সঙ্গী হতে চলেছে।

 

POST A COMMENT
Advertisement