কুয়াশামাখা ময়দান।-শঙ্খ দাসরাজ্যজুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উত্তুরে হাওয়ার দাপট। নভেম্বরের শুরুতেই পারদ এক ধাক্কায় নেমে এসেছে স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে এখন আর বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ জুড়েই খটখটে শুকনো ও মনোরম আবহাওয়া থাকবে।
কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, বুধবার তা আরও কমে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩.১ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি, যা গড়ের চেয়ে প্রায় ২.৪ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, সকালবেলায় কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা গেলেও, দিনভর আকাশ পরিষ্কারই থাকবে।
শুধু কলকাতা নয়, উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা কমেছে। পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূমে পারদ নেমে এসেছে ১৪ ডিগ্রিতে। পাহাড়ি দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে। ওড়িশার ফুলবানীতে বুধবার রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, আর দার্জিলিংয়ে পারদ থেমেছে ৭.৫ ডিগ্রিতে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আপাতত আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। অর্থাৎ, এখনই জাঁকিয়ে শীত নামার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় পারদ আরও নামতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
রাজ্যের আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই সময়ের উত্তুরে হাওয়া ক্রমশ জোরদার হচ্ছে বলেই শহর ও গ্রামাঞ্চলে শীতের ছোঁয়া মিলছে। আবহাওয়ার এমন পরিবর্তনে উৎসব-পরবর্তী সময়ের সকাল ও সন্ধে এখন হয়ে উঠেছে বেশ ঠান্ডা ও আরামদায়ক।