West Bengal Weather Update: ঝাড়খণ্ডের ওপর নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এর হাওয়া পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, ফলে এখনই থামছে না বৃষ্টি। দক্ষিণবঙ্গে আরও ৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে দিন কয়েক চলছে টানা বৃষ্টি। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও ভারী তো কোথাও মাঝারি বৃষ্টি চলছে। মূলত মেঘলা আকাশ। উত্তরবঙ্গেও চলছে ভারী বৃষ্টি।
টানা বৃষ্টিতে বর্ষায় ঘাটতি পূরণ হয়েছে অনেকটাই। প্রথম ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কেবলমাত্র বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার দু'এক জায়গায়। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে থাকবে। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতা জনিত অস্বস্তি।
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আগামী ২৪ তারিখের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে চলেছে, তবে বৃষ্টি জারি থাকবে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাগুলিতে।