WB Heavy Rain Update: সপ্তাহান্তের পুজো শপিংয়ে জল ঢালছে বৃষ্টি! নিম্নচাপে দুর্যোগ কলকাতা-সহ এই জেলাগুলিতে, কতদিন?

দক্ষিণবঙ্গের আরও কাছাকাছি আসছে জোড়া নিম্নচাপ। আরব সাগর ও বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ আছে। আগামী দু'দিনে দু'টি নিম্নচাপই শক্তি বাড়াবে। তারপর উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে।

Advertisement
সপ্তাহান্তের পুজো শপিংয়ে জল ঢালছে বৃষ্টি! নিম্নচাপে দুর্যোগ কলকাতা-সহ জেলাগুলিতে, কতদিন?ফাইল ছবি।
হাইলাইটস
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
  • কিছু জেলায় ভারী বৃষ্টিও হচ্ছে বলে জানা গেছে।

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কিছু জেলায় ভারী বৃষ্টিও হচ্ছে বলে জানা গেছে। বিশেষত, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। মৎস্যজীবীদেরও এইসময় সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও বেশ ভালই বৃষ্টির পূর্বাভাস আছে। 
শনিবার উত্তরে তেমন বৃষ্টি না হলেও রবিবার থেকে বাড়বে। সোমবার ও মঙ্গলবার মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টি বাড়বে অনেকটাই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে পরের সপ্তাহে বেশ ভালই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকাগুলোতে ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণবঙ্গেও আগামী ৪-৫ দিন বৃষ্টি হবে। সাগর থেকে শনিবারের মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার বার্তা পাঠানো হয়েছে। শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা আছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। 
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নেমেছে। রবিবার অবধি এভাবেই কয়েক দফায় বৃষ্টি হবে শহরে। কখনও ভারী, কখনও হাল্কা, কখনও আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে শহর কলকাতায়। 

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টি খানিকটা বাড়বে। মঙ্গলবার থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির স্পেল উত্তরবঙ্গে। সোম ও মঙ্গলবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার থেকে পার্বত্য এলাকার জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। ভারী ও অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement