West Bengal Weather Update: সপ্তাহজুড়ে দুর্যোগ-শিলাবৃষ্টি, কোন কোন জেলায় কখন? আবহাওয়ার স্পেশাল বুলেটিন

ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গে শীত কার্যত বিদায় নিয়েছে। তার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement
সপ্তাহজুড়ে দুর্যোগ-শিলাবৃষ্টি, কোন কোন জেলায় কখন? আবহাওয়ার স্পেশাল বুলেটিন
হাইলাইটস
  • ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গে শীত কার্যত বিদায় নিয়েছে।
  • তার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গে শীত কার্যত বিদায় নিয়েছে। তার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে নিম্ন স্তরে শক্তিশালী আর্দ্রতার প্রবেশ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত তৈরি হওয়া একটি সিস্টেমের প্রভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, পশ্চিমি ঝঞ্ঝার আগমনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি সৃষ্টি করছে।

দক্ষিণবঙ্গে কোন জেলাগুলিতে কখন বৃষ্টি?
১৯ ফেব্রুয়ারি ২০২৫:  মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া (৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা) হতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২০ ফেব্রুয়ারি ২০২৫:  পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি জেলাগুলিতে শিলাবৃষ্টি-সহ বজ্রপাত ও ঝড় হতে পারে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণাতেও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে।

২২-২৩ ফেব্রুয়ারি ২০২৫:  উত্তর ২৪ পরগণা, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

উত্তরের জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বুধবার হালকা বৃষ্টি ও দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার-সহ অন্যান্য জেলাতেও বৃষ্টি শুরু হতে পারে। শনিবার ও রবিবার বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা ও সতর্কতা
কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বুধবারও তাপমাত্রায় তেমন হেরফের হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০-৩১ ডিগ্রির আশেপাশে। তবে বৃষ্টিপাতের কারণে আগামী দিনগুলোতে তাপমাত্রা খানিকটা কমতে পারে।

কৃষিক্ষেত্রে সম্ভাব্য প্রভাব
টানা বৃষ্টিপাতের কারণে রবি শস্যের বিশেষত আলু চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষিবিজ্ঞানীরা। বিশেষজ্ঞদের মতে, মাঠে অতিরিক্ত জল জমলে ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে, তাই চাষিদের মাঠ থেকে দ্রুত জল বের করার ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

আলিপুরের পরামর্শ
আবহাওয়া দফতর জনগণকে সতর্ক থাকতে বলেছে। দমকা হাওয়া ও বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের দ্রুত ফসল তোলার ও সেগুলি ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

POST A COMMENT
Advertisement