শীতে কাঁপছে পশ্চিমের জেলাগুলি, কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা কবে পড়বে?আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই রাজ্যে হাওয়ার গতিপথে বড়সড় পরিবর্তন হতে চলেছে। দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে ২-৩ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় নীচে থাকা তাপমাত্রা রবিবার থেকে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছবে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে হাওয়ায় বদল
শনিবার সকালেও দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি বজায় ছিল। তবে রবিবার থেকে পশ্চিমী শুষ্ক ও ঠান্ডা হাওয়ার প্রভাব কমে, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প নিয়ে ঢুকবে পূবালী বাতাস। এর ফলে তাপমাত্রা কিছুটা বাড়বে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা, সকালে ঘন কুয়াশা নামতে পারে।
কলকাতায় রাত ও ভোরে শীতের অনুভূতি থাকলেও দুপুরে তা কিছুটা কমবে। রবিবার থেকে মঙ্গলবার ভোরবেলায় দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি এবং শুক্রবার দিনের সর্বোচ্চ ছিল ২৭.৭ ডিগ্রি।
উত্তরবঙ্গেও কুয়াশার সম্ভাবনা বাড়বে
উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম থাকবে। রবিবারের পর থেকে উত্তরবঙ্গের নিম্নাঞ্চলের কয়েকটি জেলায় কুয়াশার পরিমাণ বাড়বে। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পংসহ পার্বত্য জেলাগুলিতেও ঘন কুয়াশার সম্ভাবনা বেশি।
দক্ষিণ-উত্তর, কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৭ দিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শীতের দাপট বজায় থাকলেও পূবালী বাতাস ঢোকার সঙ্গে সঙ্গে একটু উষ্ণতার ছোঁয়া মিলতে পারে রাজ্যবাসীর।