চরম দহনজ্বালা। গরমে নাজেহাল রাজ্যবাসী। প্রখর রোদের তাপ, সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা, দুইয়ে মিলে ফুটছে রাজ্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সুখবরও নেই। আরও কিছুদিন গরম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে।
এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে গরমে অস্বস্তি বাড়বে। আগামী ২-৩ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে। কালবৈশাখীর পূর্বাভাসও আছে।
দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় গরম বাড়বে। সেইসঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। প্রতিটি জেলায় গরমের হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আপাতত চলবে দহন জ্বালা।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সর্তকতা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে।
কলকাতার তাপমাত্রা
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত হবে ৪৬ ডিগ্রির মতো। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ।