গুমোট গরম থেকে স্বস্তি মিলতে চলেছে। আজও কালবৈশাখী সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের সব ক'টি জেলায়। আরও কিছুদিন অসহ্য গরম থেকে স্বস্তি পেতে চলেছেন রাজ্যবাসী। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার কারণে সব জেলার কিছু এলাকাতেই বৃষ্টি হবে। কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে আছে। জেনে নিন আজ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকের আবহাওয়ার খবর।
আগামী ২৩ মে পর্যন্ত ঝড়বৃষ্টির পরিস্থিতি থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আজ দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি?
দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি চলবে। সকালে ও বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি বাড়বে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ থেকে সোমবারের মধ্যে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে হাওয়া অফিসের। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী হতে পারে। রবিবার কলকাতাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির চলছে। ভারী বৃষ্টি হবে উপরের পাঁচটি জেলায়। শুক্রবার পর্যন্ত সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে।
তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। আজ থেকে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে বলেই পূর্বাভাস।