scorecardresearch
 

Winter Update: এক ধাক্কায় আরও ৪ ডিগ্রি নামবে তাপমাত্রা! কবে থেকে? আবহাওয়ার আপডেট

মাত্র দু'দিনে বদলে গেল কলকাতার তাপমাত্রা। একধাক্কায় ১৩ ডিগ্রির নীচে নামল পারদ। দু'দিনে কলকাতার তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নেমেছে। পাল্লা দিয়ে নামছে জেলার তাপমাত্রাও। সকালে ও রাতে ঘন কুয়াশায় চাদরে ঢাকবে কিছু জেলা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ১৩ তারিখ পর্যন্ত একই তাপমাত্রা থাকবে।

Advertisement
আবহাওয়ার খবর আবহাওয়ার খবর

Weather Update: মাত্র দু'দিনে বদলে গেল কলকাতার তাপমাত্রা। একধাক্কায় ১৩ ডিগ্রির নীচে নামল পারদ। দু'দিনে কলকাতার তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নেমেছে। পাল্লা দিয়ে নামছে জেলার তাপমাত্রাও। সকালে ও রাতে ঘন কুয়াশায় চাদরে ঢাকবে কিছু জেলা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ১৩ তারিখ পর্যন্ত একই তাপমাত্রা থাকবে। রবিবার পর্যন্ত ঠান্ডার এই স্পেল থাকবে। ১০ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়ায় তাপমাত্রা আরও কমতে পারে।

দক্ষিণবঙ্গে আরও ঠান্ডা বাড়বে?
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী পাঁচদিন স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। সকালে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে। এর সঙ্গে থাকবে উত্তুরে হাওয়া। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে আগামিকাল ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী পাঁচদিনে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নামতে পারে। 

আরও পড়ুন

আজ কলকাতায় সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ ডিগ্রি ও ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। 

Advertisement