চৈত্রের শুরুতেই দক্ষিণবঙ্গে গরম চরমে উঠেছে। রবিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে।
দক্ষিণবঙ্গ জুড়ে গরমের দাপট
শুধু পশ্চিমাঞ্চল নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তীব্র গরমের পূর্বাভাস রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়াতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকবে।
হট ডে কলকাতায়, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় রবিবার ও সোমবার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। আবহাওয়াবিদদের মতে, দিনের বেলা দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হবে। ভোর ও সন্ধ্যাবেলার স্বস্তিদায়ক আবহাওয়া কার্যত উধাও হয়ে গেছে। রাতেও গরম ও আর্দ্রতার অস্বস্তি থাকবে।
বুধবার থেকে স্বস্তির আশা
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বৃহস্পতিবার থেকে কিছুটা স্বস্তির সম্ভাবনা রয়েছে, কারণ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
তাপমাত্রা কমার সম্ভাবনা
আগামী দু’দিনের ঝড়-বৃষ্টিতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে তার আগে গরমের দাপট বজায় থাকবে। তাই আবহাওয়া দপ্তরের সতর্কতা মেনে প্রচণ্ড গরমে সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।