বৃষ্টি নিয়ে দুর্দান্ত সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। ২ সেপ্টেম্বর শুক্রবার থেকে তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দুই বঙ্গেই বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, ১ সেপ্টেম্বর শুক্রবার থেকেই বাংলার আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে সেপ্টেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমি অক্ষরেখা। এছাড়াও একটি উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হতে পারে। যার কারণেই বাংলার আবহাওয়ার পরিবর্তন হবে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া প্রধানশত শুষ্ক থাকবে। তবে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। ১ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। ২ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ২ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গেরও ক্ষেত্রেও ২ তারিখ থেকে বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় সেখানে বৃষ্টির পরিমাণ কম থাকবে। দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।