West Bengal Weather Update: এবার নীল আকাশে শুভ্র মেঘের ভেলা, মন মাতানো আবহাওয়া বিরাজ করবে বাংলায়

শনিবার রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৫-৭ দিন গোটা বাংলাতেই আবহাওয়া থাকবে মনোরম।

Advertisement
এবার নীল আকাশে শুভ্র মেঘের ভেলা, মন মাতানো আবহাওয়া বিরাজ করবে বাংলায় আবহাওয়ার খবর
হাইলাইটস
  • নিম্নচাপ বাংলা থেকে বিদায় নিয়েছে
  • আগামী ৫-৭ দিন গোটা বাংলাতেই আবহাওয়া থাকবে মনোরম

আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য থেকে পুরোপুরি বিদায় নিতে চলেছে বর্ষা। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, নিম্নচাপ বাংলা থেকে বিদায় নিয়েছে। এটি এখন পুরোপুরি বাংলাদেশের উপরে অবস্থান করছে। যার কারণে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে। শনিবার রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৫-৭ দিন গোটা বাংলাতেই আবহাওয়া থাকবে মনোরম।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম , উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। উত্তরবঙ্গেও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

মেঘ কেটে রোদ বের হওয়াতে গোটা রাজ্যেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। কলকাতাতেও পারদ ২ ডিগ্রি চড়তে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিনে বর্ষা বিদায় নেবে বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অংশ থেকে। এরপর বাংলার পালা। সেখান থেকেও বর্ষা পুরোপুরি বিদায় নেবে।

TAGS:
POST A COMMENT
Advertisement