শীতের সকাল।-ফাইল ছবিসোমবার থেকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। আবহাওয়াবিদদের মতে, সোমবার থেকে বুধবারের মধ্যে এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ বাড়তে পারে। ফলে মাঘ মাসের শুরুতেই শীতের দাপট অনেকটাই কমে যাওয়ার ইঙ্গিত মিলছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কলকাতা ও বিভিন্ন জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে। কলকাতায় এদিন তাপমাত্রা সামান্য নিম্নমুখী হলেও পশ্চিমের জেলাগুলিতে পারদ ৭ থেকে ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। শনিবার পর্যন্ত উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়া ঢোকার কারণে শিরশিরে ঠান্ডা অনুভূত হবে। তবে রবিবার থেকেই আবহাওয়ার বদল শুরু হবে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে তাপমাত্রা হঠাৎ করেই ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর ফলে কলকাতা থেকে ধীরে ধীরে শীতের আমেজ উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। পাশাপাশি জেলার তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ বেড়ে ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব বজায় থাকবে। আগামী পাঁচ দিনে সেখানে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিংয়ে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে পারদ ১০ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।
উল্লেখ্য, উত্তর ভারতের একাধিক রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাবে কুয়াশার দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে।