West Bengal Weather: দোলের সময় গরমের দাপট, বৃষ্টি হবে? আবহাওয়ার আপডেট জেনে নিন

West Bengal Weather: : দক্ষিণবঙ্গের আকাশ এখন এক কথায় রোদ ঝলমলে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া— কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement
দোলের সময় গরমের দাপট, বৃষ্টি হবে? আবহাওয়ার আপডেট জেনে নিন

West Bengal Weather: দক্ষিণবঙ্গের আকাশ এখন এক কথায় রোদ ঝলমলে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া— কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। অর্থাৎ দোলের দিনও দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে।

উত্তরবঙ্গের ছবিটা কিছুটা আলাদা। রবিবার দার্জিলিং এবং কালিম্পঙের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুকনো থাকবে। সোমবার এবং মঙ্গলবারও দার্জিলিং ও কালিম্পঙের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, বাকি ছয় জেলার আবহাওয়া শুকনোই থাকবে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে? রবিবার শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

বুধবার থেকে আবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পঙের কিছু অংশে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে।

দোলের সময় গরমের দাপট বাড়বে। আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

POST A COMMENT
Advertisement