scorecardresearch
 

Heavy Rain Forecast: জুনের শুরু থেকে লাগাতার ঝড়-বৃষ্টি, বঙ্গে বর্ষা প্রবেশের দিনও সামনে এল

রিমালের প্রভাব কাটলেও বাংলায় ঝড়-বৃষ্টি চলবে, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, শনিবার সপ্তম দফার ভোটের দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়েই। এমনকি আগামী মঙ্গলবার ৪ তারিখ গণনার দিনও রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাঁচদিনের জন্য প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। চলুন আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে জেনে নেওয়া যাক।

Advertisement
ভোটের দিন বৃষ্টি কলকাতায় ভোটের দিন বৃষ্টি কলকাতায়

রিমালের প্রভাব কাটলেও বাংলায় ঝড়-বৃষ্টি চলবে, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, শনিবার সপ্তম দফার ভোটের দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়েই। এমনকি আগামী মঙ্গলবার ৪ তারিখ গণনার দিনও রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাঁচদিনের জন্য প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। চলুন আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে জেনে নেওয়া যাক।

জুনের শুরু থেকেই বৃষ্টি
রিমালের প্রভাবে গত রবি ও সোমবার  টানা দু’দিন ঝড়বৃষ্টি হয়েছে। তবে তার পরেই দক্ষিণবঙ্গে ফিরেছে ভ্যাপসা গরম। মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হয়নি বললেই চলে। গরমের অস্বস্তি ফিরেছে আবার। তবে হাওয়া অফিস বলছে জুনের শুরুতেই বাংলার আবহাওয়া ফের বদল ঘটতে চলেছে।  জুন মাসের ১,২,৩,৪ অর্থাৎ টানা ৪ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হবে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ  হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার হলুদ সতর্কতা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় বজ্রপাতের সতর্কতাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শেষ দফার ভোটের দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ভিজতে পারে ভোটগণনার দিনটিও।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
বৃহস্পতিবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। এরপর শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে শনিবার ও রবিবার জেলাগুলির কোথাও কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন

Advertisement

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে
 ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে সরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় তার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস বলছে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে বুধবার থেকে শুক্রবারের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।  উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে। এরমধ্যে জলপাইগুড়ি,  আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের বৃষ্টির জন্য রিমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প দায়ি। সঙ্গে আছে শক্তিশালী অক্ষরেখা। দক্ষিণের বৃষ্টির জন্য আঞ্চলিক মেঘপুঞ্জ দায়ি। এই স্থানীয় মেঘপুঞ্জের জন্য আবার পরোক্ষে রিমাল দায়ি। কারণ ভারী বৃষ্টির পর ভূপৃষ্ঠে থাকা জল সূর্যের তাপে নতুন করে জলীয় বাষ্প তৈরি করছে। 

কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতর  জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শনিবার ভোট রয়েছে কলকাতা ও সংলগ্ন লোকসভাগুলিতে। সেদিন বৃষ্টি হতে পারে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস।

রাজ্যে কবে আসছে বর্ষা?
হাওয়া অফিস বলছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ। জুন মাসের ১০ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা।  যদিও বিষয়টি পুরোপুরি নির্ভর করছে, কবে কেরলে বর্ষা ঢুকছে, তার উপর।

Advertisement