Monsoon 2023: গরম-অস্বস্তি চলবে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কবে থেকে?

আগামী পাঁচদিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি ও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

Advertisement
গরম-অস্বস্তি চলবে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কবে থেকে?আবহাওয়ার খবর
হাইলাইটস
  • আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
  • মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী পাঁচদিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি ও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে তাপপ্রবাহের সর্তকতা জারি থাকছে। উপকূলের জেলা দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে এই চার জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত ভাবে। বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু একটু বেশি থাকছে, তাই রাতের তাপমাত্রা বেশি থাকবে।

কলকাতার ক্ষেত্রেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে, বিকালের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।  দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বর্ষার কোনওরকম পরিস্থিতি নেই। সাধারণত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের কয়েক দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়ে দক্ষিণবঙ্গে। কিন্তু এখনও দক্ষিণবঙ্গে তেমন কোনও সম্ভাবনা দেখা যায়নি। তবে আশা করা হচ্ছে সামনের সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়বে।

TAGS:
POST A COMMENT
Advertisement