তামিলনাড়ু উপকূলের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপরে পড়বে না। আগামী পাঁচ দিন আবহাওয়ার কোনও সতর্কতা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দফতরের থেকে। তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার পর্যন্ত।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়। রবিবার ও সোমবার এই জেলাগুলির সঙ্গে যোগ দেবে ঝাড়গ্রাম। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার এই জেলাগুলির সঙ্গে যোগ দেবে কোচবিহার। অর্থাৎ এই পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে তাপমাত্রার কোনও হেলফের হবে না। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।