ঠান্ডার আমেজের মধ্যে বৃষ্টির পূর্বাভাস। রাজ্যের দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় টানা দু'দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার পর তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি হ্রাস পেতে পারে।
সকাল ও রাতে ঠান্ডা আমেজ, ভোরেরবেলা হালকা কুয়াশায় ঢাকছে শহর থেকে জেলা। তবে বেলা বাড়তেই তীব্র রোদের তাপ রয়েছে। বাতাসে আর্দ্রতা আগের থেকে অনেকটাই কম। কবে থেকে বাংলায় শীত পড়বে তা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
কবে থেকে শীত পড়বে?
কবে থেকে শীত ঢুকছে তা এখনও নিশ্চিত করে না জানালেও আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ১৫ নভেম্বরের পরে রাজ্যে শীত ঢুকতে পারে। আগামী ৪ থেকে ৫ দিন আরও কমতে পারে তাপমাত্রা। আপাতত জাঁকিয়ে শীত কবে থেকে তা নিয়ে হাওয়া অফিসের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি।
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামী সাতদিন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতা সহ অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গে বৃষ্টি
শীতের মুখে উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আজ ও আগামিকাল এই দুই জেলাতেই বৃষ্টি হবে।