Rain Alert in West Bengal: ঘূর্ণাবর্তের জেরে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে, কোন কোন জেলায়?

West Bengal Weather Update: রাজ্যজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। ঘূর্ণাবর্ত দানা বাঁধছে উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে। যার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যে কারণে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদুৎসহ বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

Advertisement
ঘূর্ণাবর্তের জেরে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে, কোন কোন জেলায়?রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস

রাজ্যজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। ঘূর্ণাবর্ত দানা বাঁধছে উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে। যার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যে কারণে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদুৎসহ বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। দু'এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হতে পারে। আগামিকাল, শনিবার ৫ এপ্রিল প্রতিটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে শুক্রবারের পর সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার কলকাতা হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জেলাতেই। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। 

শনি ও রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দু'এক জেলাতে। বৃষ্টি বাড়তে পারে সোমবার। সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তবে ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। 

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ মালদা জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে হালকা ঝড়ো হাওয়া। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে।

সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে উত্তরবঙ্গে। সোমবার এবং মঙ্গলবার দু'দিনই উত্তরবঙ্গের আর জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

Advertisement

POST A COMMENT
Advertisement