Rain Upcoming 7 Days: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জেরে টানা ৭ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস, জানুন কবে-কোন জেলায়?

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। মধ্যপ্রদেশে নিম্নচাপ ঝাড়খণ্ডে হয়ে নর্থ উড়িষ্যা পর্যন্ত আরেকটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে রয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত ভূপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার ওপরে রয়েছে। এই দু'টো সিস্টেমের কারণে পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকাগুলিতে আগামী তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জেরে টানা ৭ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস, জানুন কবে-কোন জেলায়?আবহাওয়ার খবর

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। মধ্যপ্রদেশে নিম্নচাপ ঝাড়খণ্ডে হয়ে নর্থ উড়িষ্যা পর্যন্ত আরেকটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে রয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত ভূপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার ওপরে রয়েছে। এই দু'টো সিস্টেমের কারণে পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকাগুলিতে আগামী তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝড়
দক্ষিণবঙ্গে আজ ঝোড়ো হাওয়া ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টায় গতিবেগ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পরার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলি অন্যান্য জেলাগুলিতে হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ প্রতি ঘণ্টা। বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা বৃষ্টিপাত। 

৪ মে দক্ষিণবঙ্গে ৪০ থেকে ৫০ কিমি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে বৃষ্টি হবে। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘণ্টায় ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

৫ মে দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘণ্টায় প্রতি কিমি বেগে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা হয়েছে প্রধানত। 

উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা নর দিনাজপুর। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

৪ মে উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে সব ক'টা জেলাতে। 

৫ মে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সবক'টি জেলায় বৃষ্টিপাত হবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ৪০-৫০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

Advertisement

আজ কলকাতার তাপমাত্রা
কলকাতার তাপমাত্রা আজকে সর্বোচ্চ ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিমি বেগে প্রতি ঘণ্টা ঝোড়ো হওয়ার সর্তকতা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে।

POST A COMMENT
Advertisement