Weather Update: আবহাওয়ার বড় বদল, সরস্বতী পুজোর দিন কমে যাচ্ছে তাপমাত্রা

এবছরের বসন্ত পঞ্চমী যে তুলনামূলকভাবে উষ্ণ হতে পারে, তার ইঙ্গিত আগেই মিলেছিল। ভোরবেলার চিরচেনা শীতের আমেজে বাণীবন্দনার আনন্দ কিছুটা মাটি হতে পারে, এই আশঙ্কায় মন ভারী ছিল উৎসবপ্রিয় বাঙালির। তবে সরস্বতী পুজোর ঠিক আগের দিনেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর।

Advertisement
আবহাওয়ার বড় বদল, সরস্বতী পুজোর দিন কমে যাচ্ছে তাপমাত্রাসকালের কুয়াশা।-ফাইল ছবি
হাইলাইটস
  • এবছরের বসন্ত পঞ্চমী যে তুলনামূলকভাবে উষ্ণ হতে পারে, তার ইঙ্গিত আগেই মিলেছিল।
  • ভোরবেলার চিরচেনা শীতের আমেজে বাণীবন্দনার আনন্দ কিছুটা মাটি হতে পারে, এই আশঙ্কায় মন ভারী ছিল উৎসবপ্রিয় বাঙালির।

এবছরের বসন্ত পঞ্চমী যে তুলনামূলকভাবে উষ্ণ হতে পারে, তার ইঙ্গিত আগেই মিলেছিল। ভোরবেলার চিরচেনা শীতের আমেজে বাণীবন্দনার আনন্দ কিছুটা মাটি হতে পারে, এই আশঙ্কায় মন ভারী ছিল উৎসবপ্রিয় বাঙালির। তবে সরস্বতী পুজোর ঠিক আগের দিনেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে পুরোপুরি না হলেও, সরস্বতী পুজোয় হালকা শীতের ছোঁয়া উপভোগ করা যাবে।

কেন এই তাপমাত্রার ওঠানামা?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি ইরানেও রয়েছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়াবিদদের মতে, ২৬ জানুয়ারি নাগাদ নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে।

এই পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই শীত ধীরে ধীরে বিদায় নেওয়ার পথে। এর পাশাপাশি উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ ও অসমে রয়েছে জোড়া সক্রিয় ঘূর্ণাবর্ত। সব মিলিয়ে দিন ও রাতের তাপমাত্রা এখন স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে। সকালে ও সন্ধেয় শীতের অনুভূতি থাকলেও, দিনের বেলায় শীত কার্যত উধাও।

আগামী কয়েক দিনের পূর্বাভাস
আবহাওয়া দফতরের মতে, আগামী ৫ থেকে ৭ দিন তাপমাত্রার ওঠানামা চলবে। শুক্রবার ও শনিবার তাপমাত্রা সামান্য কমবে। রবিবার ও সোমবার ফের পারদ ঊর্ধ্বমুখী হবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। ঘন কুয়াশার কোনও সতর্কতা আপাতত নেই।

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা ও সংলগ্ন এলাকায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও পারদ প্রায় একই থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকায় আরও কয়েকদিন শীতল আমেজ বজায় থাকতে পারে। সেখানে পারদ নামতে পারে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় শীতের প্রভাব কম থাকলেও সকাল ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি থাকবে।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। তবে পার্বত্য এলাকা থেকে সমতল, দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করবে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে

কলকাতার সাম্প্রতিক তাপমাত্রা
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াসে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৯ থেকে ৯২ শতাংশ।

 

POST A COMMENT
Advertisement